পশ্চিম তীরে শরণার্থী শিবির দখল
বর্বর ইহুদিবাদী বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের হাতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। গতকাল (শনিবার) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে ১৪ জন শহীদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শরণার্থী শিবিরের আকাশে ইহুদিবাদীদের ড্রোন চক্কর দিচ্ছে এবং সেখানকার লোকজনের মধ্যে ভীতি ছড়াচ্ছে। এর পাশাপাশি শরণার্থী শিবির এলাকায় ইহুদিবাদী বাহিনীর সাঁজোয়াযান মোতায়েন করা হয়েছে রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১১ ব্যক্তি আহত হয়েছে যার মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগেই ফিলিস্তিনি ডাক্তাররা সতর্ক করেছিলেন যে, শরণার্থী শিবিরের মধ্যে বহু হতাহত ব্যক্তি রয়েছেন কিন্তু ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি ডাক্তারদের এই দাবি অস্বীকার করে সেখানে উদ্ধার কর্মীদের প্রবেশে বাধা দেয়। অবরুদ্ধ শিবিরের ভেতরে বহু ঘর-বাড়ি, দোকান-পাট এবং অবকাঠামো, বিদ্যুত ও পানি সরবরাহ লাইন এবং স্যুয়ারেজ সিস্টেম ধ্বংস করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২১