যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ‘ভয়ঙ্কর’: নেতানিয়াহু
(last modified Thu, 25 Apr 2024 04:33:51 GMT )
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন-পন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানিয়েছেন।

তিনি বুধবার এক ভিডিও বার্তায় দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ‘ইহুদি-বিদ্বেষী গুণ্ডাদের’ দখলে চলে গেছে। নেতানিয়াহু বলেন, “তারা ইসরাইলের ধ্বংস চায়। তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারিদের ওপরও হামলা করছে। এটি নিষ্ঠুর আচরণ যা বন্ধ করতে হবে।”

ইসরাইল-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক; তাদেরকে আরো কঠোর আচরণ করতে হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়ইলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত বেশ কিছুদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে ধরপাকড়ও চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বহু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড় অভিযানকে বাক স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছেন।

নেতানিয়াহু তার ভিডিও বার্তায় আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ১৯৩০ এর দশকে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে যা ঘটেছিল সেকথা স্মরণ করিয়ে দেয়৷ এটা অযৌক্তিক। এটা বন্ধ করতে হবে। এটাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করতে হবে। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ