এবার পদত্যাগ করলেন ইসরাইলের স্পেশাল ইউনিটের কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i136992-এবার_পদত্যাগ_করলেন_ইসরাইলের_স্পেশাল_ইউনিটের_কমান্ডার
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট ‘রিফাইম’ এর কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন। গতকাল (বুধবার) রাতে ইসরাইলের কয়েকটি সুত্র এই খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • এবার পদত্যাগ করলেন ইসরাইলের স্পেশাল ইউনিটের কমান্ডার

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট ‘রিফাইম’ এর কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন। গতকাল (বুধবার) রাতে ইসরাইলের কয়েকটি সুত্র এই খবর দিয়েছে।

ইসরাইলের ইয়েদিয়োথ আহরোনোথ পত্রিকার নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কমান্ডার দেফির ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পথ অনুসরণ করেছেন। সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেছেন। 

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার ২ সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। 

গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলের সামরিক বাহিনীর আরো গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন