দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর উদ্যোগ
সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে রাজধানী দামেস্কে বৈঠক করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল-জায়ানি। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক যাতে আরো বাড়ানো যায় মূলত সে লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল (রোববার) জানায়, বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে মতবিনিময় করেন এবং দু'দেশের অভিন্ন স্বার্থের ব্যাপারে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
গত ১৩ বছরের মধ্যে এই প্রথম বাহরাইনের কোনো পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সিরিয়ায় এই সফর অনুষ্ঠিত হলো। বৈঠকে দুপক্ষ আরব লীগের ৩৩তম শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলাপ করে। আগামী ১৬ মে বাহারাইনের রাজধানী মনামায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলার জন্য আরব দেশগুলোর সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আসাদ আসন্ন শীর্ষ সম্মেলনে আরব স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ পদক্ষেপ জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে ভাষণ দেবেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন