অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালালো হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i137368-অধিকৃত_গোলান_মালভূমিতে_দখলদার_সেনাদের_কমান্ড_সেন্টারে_হামলা_চালালো_হিজবুল্লাহ
অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এই হামলায় তারা কাতিউশা রকেট ব্যবহার করে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৬, ২০২৪ ১৯:২৪ Asia/Dhaka

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এই হামলায় তারা কাতিউশা রকেট ব্যবহার করে।

হিজবুল্লাহর দেয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, আজ সোমবার সকালে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীর ২১০তম ডিভিশনের ঘাঁটিতে হামলা চালায়। গাজা উপত্যকায় দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এছাড়া, ইহুদিবাদী লেবাননের বেকা উপত্যকায় যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেয়া হয়েছে। 

ইসরাইলি অবস্থান লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে এবং গোলান মালভূমিতে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়। ইসরাইলি গণমাধ্যম বলছে, লেবানন থেকে রকেট হামলার পর ইসরাইলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

বলা হচ্ছে, দক্ষিণ লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ কমপক্ষে ৭০টি রকেট ছোড়ে। এর আগে আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরাইল লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়। এতে অন্তত তিনজন আহত হন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।