জুন ২৯, ২০২৪ ১২:২২ Asia/Dhaka
  • শুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাদের তুমুল সংঘর্ষ

অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরাইলি সেনারা। শুক্রবার একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এ খবর জানিয়ে বলেছে, তাদের হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী।

গাজা সিটির পূর্বে অবস্থিত শুজাইয়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। তারা ওই এলাকার বেসামরিক অধিবাসীদেরকে তাদের ঘরবাড়ি ছেলে চলে যাওয়ার নির্দেশ দেয়।

আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা শুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরাইলি মেরকাভা ট্যাংকে ইয়াসিন-১০৫ শেল দিয়ে আঘাত হানে। একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়।

এদিকে ফিলিস্তিনের ফাতাহ পার্টি সামরিক বাহিনী আল-আকসা শহীদ ব্রিগেড বলেছে, তারা শুজাইয়া এলাকায় একটি ইসরাইলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হয়। 

এছাড়া, ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডও ইসরাইলি সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছেন।  তারা শুজাইয়া এলাকায় দখলদার সেনাদের একটি জমায়েতে মর্টার শেল দিয়ে আঘাত হেনেছেন।

ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যম শুক্রবার দিনশেষে তাদের অন্তত তিন সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে।#   

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ