শুজাইয়াতে ১০ ইসরাইলি সেনা হত্যার দাবি কাসসাম ব্রিগেডের
https://parstoday.ir/bn/news/west_asia-i139318-শুজাইয়াতে_১০_ইসরাইলি_সেনা_হত্যার_দাবি_কাসসাম_ব্রিগেডের
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের এক অভিযানে ইসরাইলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল-নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • শুজাইয়াতে ১০ ইসরাইলি সেনা হত্যার দাবি কাসসাম ব্রিগেডের

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের এক অভিযানে ইসরাইলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল-নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরাইলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে। ওই ভবনে প্রবেশ করার আগেই দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল-জাজিরা খবর দিয়েছে।

কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেয়ার সময় বিল্ডিংয়ের ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফারণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে।

কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন-১০৫ রকেট দিয়ে ইসরাইলের একটি মেরকাভা-ফোর ট্যাঙ্কেও আঘাত হেনেছে।#

পার্সটুডে/এনএম /৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।