হানিয়াহ ও ফুয়াদ আলি শোকারের শাহাদাত পরবর্তী পরিস্থিতি
(last modified Sat, 03 Aug 2024 14:56:07 GMT )
আগস্ট ০৩, ২০২৪ ২০:৫৬ Asia/Dhaka
  • হানিয়াহ ও ফুয়াদ আলি শোকারের শাহাদাত পরবর্তী পরিস্থিতি

পার্সটুডে-হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আলী আশ-শোকার হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তির প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলিদের ভেতর।

কীভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় সে ভয়ে তারা সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে। ইসরাইল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয়শিবির তৈরি করছে। এরইমধ্যে বিন-গুরিন বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। এসব নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের এই নিবন্ধে।

ইহুদিবাদী মিডিয়া: ইরান সম্ভবত ইসরাইলে হামলায় বৃহৎ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু কিছু ইহুদিবাদী গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে: ইসরাইলের অভ্যন্তরে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। গণমাধ্যমগুলো আরও বলেছে ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে, ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরাইলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে।

 ইসরাইলে আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি

ফার্স বার্তা সংস্থা গতকাল জানিয়েছে, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ আলী আশ-শোকার হত্যার জবাবে ইরান ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে-সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ দখলকৃত কুদস মিউনিসিপ্যালিটি ইহুদিবাদীদের আশ্রয়কেন্দ্র এবং বোমা-বিরোধী সুরক্ষাকেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে।

নির্দেশনায় ইহুদিবাদীদেরকে তিন দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা পরিষদ ইহুদিবাদীদেরকে ৪০টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদেরকে ইসরাইলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

হাসপাতাল এবং স্যাটেলাইট মোবাইল বিতরণের প্রস্তুতি

ইরনা জানিয়েছে; ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে যে ইসরাইল তাদের হাসপাতালগুলোকে হিজবুল্লাহ ও ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ইহুদিবাদী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য আহতদের গ্রহণ করার জন্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করেছে।

ভারী সাইবার হামলা এবং তেল আবিব বিমানবন্দরে ব্যাপকহারে ফ্লাইট বাতিল

শুক্রবার বার্তা সংস্থা তাসনিম জানায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে।

ওই সাইবার হামলায় বেন গুরিয়ান বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে বলে ইহুদিবাদী মিডিয়াগুলো ঘোষণা করেছে। এ কারণে বিমানবন্দরের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। অন্তত ৩টি বিমান কোম্পানি হামলার আশঙ্কায় ইসরাইল অভিমুখি তাদের সকল ফ্লাইট বাতিল করেছে।

 ইরান ও হিজবুল্লাহর কঠোর জবাবের ভয়ে আতঙ্কিত আমেরিকা

বার্তা সংস্থা মেহর জানিয়েছে ইসরাইলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে আমেরিকার কর্মকর্তারা পশ্চিম এশিয়ার উদ্দেশে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এইসব মার্কিন কর্মকর্তা আরও জানান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকি মোকাবেলায় আমেরিকা প্রস্তুত রয়েছে এবং আরও বেশি যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠাতে পারে।

এদিকে ইহুদিবাদী গণমাধ্যমগুলো স্বীকার করেছে: হামাস এখনও ব্যাপক ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারী।#
 

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।