ইসরাইলের সন্ত্রাসী নীতি যেভাবে ইহুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে
পার্সটুডে- ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে যাচ্ছে তা হবে ধারনার চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর।
হামাসকে দুর্বল করা ও শান্তি আলোচনা পণ্ড করে দেয়ার অশুভ উদ্দেশ্যে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে ইসমাইল হানিয়াকে শহীদ করে। কিন্তু সাত পাঁচ না ভেবে চালানো এই হামলা অচিরেই তেল আবিবের জন্য একটি কৌশলগত ভুল হিসেবে প্রমাণিত হয়। হানিয়ার হত্যাকাণ্ড ইসরাইলের জন্য কাঙ্ক্ষিত ফল তো বয়ে আনেনি উল্টো ইসরাইলের নিরাপত্তার ওপর চরম আঘাত হেনেছে। ইহুদিবাদী ইসরাইল এই মুহূর্তে নজিরবিহীন নিরাপত্তা সংকটে ভুগছে। পার্সটুডে ফার্সি বলছে, খোদ ইসরাইলি বিশ্লেষকরাই এখন বলতে শুরু করেছে যে, সামনের দিনগুলোতে ইসরাইলের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
এই কৌশলগত ভুলের প্রথম খেসারত হিসেবে ইহুদিবাদী সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হয়েছে। তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক মাআরিভ জানিয়েছে, হানিয়ার শাহাদাতের পর ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরাইলি সেনাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি উত্তর ইসরাইলে অবস্থিত কলকারাখানাগুলিরও বেশিরভাগ বন্ধ করে দেয়া হয়েছে। এসব পদক্ষেপ দেখে বোঝা যায়, প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে একটি বড় ধরনের হামলার আশঙ্কা ইসরাইল করছে এবং এজন্য সে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে যাচ্ছে তা হবে ধারনার চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর। ইসরাইলি দৈনিক ইয়াদিওত আহারোনোত লিখেছে, ইহুদিবাদী সরকার মনে করছে, ইরান ও হিজবুল্লাহ ইসরাইলে যে সমন্বিত হামলা চালাবে তাতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহও যোগ দিতে পারে। যদি সেরকম কোনো হামলা হয় তাহলে বলতে হবে, ইসরাইল নিজেই তার নাগরিকদের নিরাপত্তা ধ্বংস করে দিয়েছে যা অদূর ভবিষ্যতে পুনরুদ্ধার করা হবে অসম্ভব ব্যাপার। #
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।