দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়া
ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।
হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, এটির যোদ্ধারা ইসরাইলের ‘ম্যানত মোশাভ’ ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দু’টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাঙ্কারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে ‘দুয়েইর’ গ্রামে ইসরাইলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো।
এদিকে ইসরাইলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটেলিয়নের সদরদপ্তর হিসেবে পরিচিত ‘জারিত’ ব্যারাকে হেভি-ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের ‘মাজদাল জুন’ শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘বিরানিত’ ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের ‘আইতারুন’ গ্রামে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরাইলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।