'পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে ইসরাইল'
(last modified Sat, 31 Aug 2024 10:24:27 GMT )
আগস্ট ৩১, ২০২৪ ১৬:২৪ Asia/Dhaka
  • 'পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে ইসরাইল'

পার্সটুডে: জেনিনের মেয়র জানিয়েছেন যে জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর হামলার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে এখান থেকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তর করার জন্য চাপ সৃষ্টি করে।

ইহুদিবাদী শাসক গোষ্ঠী তার অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। এই হামলা মূলত জেনিন এবং এর আশেপাশের শহর এবং জেনিনের শরণার্থী শিবির, তুলকারম শহর এবং নূর শামস শরণার্থী শিবির, জর্ডান নদীর উপত্যকার উত্তরে আল-ফারাহ শরণার্থী শিবির এবং নাবলুস শহরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো হচ্ছে। পার্সটুডের রিপোর্ট এবং আল জাজিরার উদ্ধৃতি অনুসারে জেনিনের মেয়র নিদাল ওবেদি বলেছেন, 'ইহুদিবাদী দখলদার বাহিনী তাদের আন্তর্জাতিক সমর্থকদের সহযোগিতায় পশ্চিমতীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অভিযান এবং অপরাধযজ্ঞের মাত্রা তীব্রতর করতে চাইছে।'

জেনিনের মেয়র আরো বলেন, 'পশ্চিম তীরে বর্তমান অভিযানে দখলদারদের লক্ষ্য হল ফিলিস্তিনি জনগণকে ঘেরাও করার চেষ্টা করা এবং তাদের জমি থেকে অন্যত্র সরে যেতে বাধ্য করার জন্য তাদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা। অথচ এটি আমাদের জন্মভূমি।' #

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ