ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার বিরুদ্ধে গুগলের মাধ্যমে ইসরাইলের নতুন অপপ্রচার
https://parstoday.ir/bn/news/west_asia-i141222-ত্রাণ_ও_কর্মসংস্থান_সংস্থার_বিরুদ্ধে_গুগলের_মাধ্যমে_ইসরাইলের_নতুন_অপপ্রচার
পার্সটুডে: ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘের মানবাধিকার এবং সাহায্যকারী সংস্থা বা ইউএনআরডব্লিউএ'র মহাসচিব এই সংস্থার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন ষড়যন্ত্র প্রকাশ করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • (ইউএনআরডব্লিউএ)\\\\\\\'র মহাসচিব ফিলিপ লাজারিনি
    (ইউএনআরডব্লিউএ)\\\\\\\'র মহাসচিব ফিলিপ লাজারিনি

পার্সটুডে: ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘের মানবাধিকার এবং সাহায্যকারী সংস্থা বা ইউএনআরডব্লিউএ'র মহাসচিব এই সংস্থার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন ষড়যন্ত্র প্রকাশ করেছেন।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)'র মহাসচিব ফিলিপ লাজারিনি ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠী ইউএনআরডাব্লিউএ'র বিশ্বাসযোগ্যতাকে কলঙ্কিত করতে এবং সাইবারস্পেস ব্যবহারকারীদের এই সংস্থাকে সাহায্য করতে বাধা দেওয়ার জন্য গুগলে বিশেষ বিজ্ঞাপন কিনেছে। ইসরাইলের এসব কর্মকাণ্ড ইউএনআরডব্লিউএ'র বিশ্বাসযোগ্যতাকে হ্রাস করা এবং এটিকে ক্ষতিগ্রস্ত করা।

আল-নাশরাহ নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানাচ্ছে যে ইউএনআরডব্লিউএ'র মহাসচিব বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে কেবল এ সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে না বরং আরও গুরুত্বপূর্ণ যে এটি সংস্থার কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

লাজারিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ইসরাইলের এই ইচ্ছাকৃত প্রচেষ্টা বন্ধ করারও আহ্বান জানিয়ে বলেছেন, প্রতারণামূলক এবং মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে ইসরাইল একে গাজার বিরুদ্ধে যুদ্ধে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ের কার্যালয় বা ওসিএইচএ তার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, মানবাধিকার কর্মী এবং মিশনের উপর আক্রমণের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী সরবরাহ ব্যবস্থাকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে।

১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল। জর্ডান, সিরিয়া, লেবানন, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় যেখানে এই সংস্থা কাজ করে সেখানে শরণার্থীদের সহায়তা ও সমর্থন দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই সংস্থার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এর কিছু কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে যার ফলে ১৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছিল। পরে অবশ্য কিছু দেশ এই সিদ্ধান্ত থেকে সরে আসে।#

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।