'ইসরাইলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i143662-'ইসরাইলের_যুদ্ধ_পরিচালনা_কৌশলের_অভাব_রয়েছে'
পার্সটুডে- তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বীকার করেছেন: বিদ্যমান ধারণার বিপরীতে, ইসরাইলের কেউই যুদ্ধ পরিচালনা করে না, তবে যুদ্ধই ইসরাইলকে ভিন্নদিকে টেনে নিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০২৪ ১৭:০১ Asia/Dhaka
  • তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক: \'ইসরাইলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে\'
    তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক: \'ইসরাইলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে\'

পার্সটুডে- তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বীকার করেছেন: বিদ্যমান ধারণার বিপরীতে, ইসরাইলের কেউই যুদ্ধ পরিচালনা করে না, তবে যুদ্ধই ইসরাইলকে ভিন্নদিকে টেনে নিয়ে যাচ্ছে।

পশ্চিম এশীয় বিষয়ক বিশেষজ্ঞ এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট "আয়াল জেইসার" "ইয়াসরাইল হেইয়ুম" পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন: "ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করায় কিছু লোক তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে, যুদ্ধ পরিচালনা করার জন্য কেউ অবশিষ্ট নেই। কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারবে যে এমনকি গ্যালান্টের দায়িত্ব পালনকালীন সময়েও, কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করা হয়নি বরং যুদ্ধই ইসরাইলকে এদিক-ওদিকে পরিচালনা করেছে।

পার্সটুডে এবং তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি অনুসারে, ইসরাইলের এই অধ্যাপক যোগ করেছেন: গাজা এবং লেবাননে যুদ্ধের জন্য ইসরাইলের কাছে কোনও রোড ম্যাপ নেই এবং যুদ্ধ কৌশলের অভাবে একটি ঘটনা থেকে অন্য ঘটনা এবং একটি অভিযান থেকে অন্য অভিযানে লিপ্ত ইসরাইল। এতে ইসরাইলের জন্য যুদ্ধের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েছে। 

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক "আয়াল জেইসার"  আরো স্পষ্ট করে বলেছেন: সেনাবাহিনী এবং রাজনৈতিক কাঠামোর মধ্যে অবিশ্বাস এই পরিস্থিতি তৈরিতে একটি প্রধান ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধ থেকে তার আসল লক্ষ্য কী এবং তিনি ঠিক কি চাইছেন তা সেনাবাহিনীকে বলতে চান না। অন্যদিকে সেনাবাহিনীও অনুমান করতে পারে না যে গাজায় যুদ্ধ অব্যাহত রেখে নেতানিয়াহু আসলে কী চান। অথচ চলমান এই যুদ্ধ অবসানের কোনো আলামত দেখা যাচ্ছে না। 

এই ইহুদিবাদী অধ্যাপক আরো বলেছেন, লেবাননে ইসরাইল প্রায় এক বছর ধরে যুদ্ধের চোরাবালিতে আটকে আছে এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির অভাবে ইসরাইল ক্রমাগত যুদ্ধে পতিত হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী শাসক লেবাননের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলার পর হিজবুল্লাহ প্রতিরোধ বাহিনীও ইসরাইলের উত্তরে ইহুদিবাদীদের অবস্থান ও বসতি লক্ষ্য করে অসংখ্য অভিযান শুরু করে এবং গত কিছু দিনে ইসরাইলের সেনা অবস্থানে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।