ইসরাইলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা; 'ইহুদিবাদীদের চোখে ঘুম নেই'
https://parstoday.ir/bn/news/west_asia-i145276-ইসরাইলে_ইয়েমেনিদের_নতুন_ড্রোন_হামলা_'ইহুদিবাদীদের_চোখে_ঘুম_নেই'
দখলদার ইসরাইলের হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওত আহারোনত বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলের কোনো হুমকিই কাজে আসছে, কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরাইলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচারে ব্যাঘাত সৃষ্টি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৮:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা
    ইসরাইলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা

দখলদার ইসরাইলের হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওত আহারোনত বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলের কোনো হুমকিই কাজে আসছে, কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরাইলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচারে ব্যাঘাত সৃষ্টি করেছে।

গাজার সমর্থনে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নানা মুখী অভিযানের মধ্যেই এমন মন্তব্য করেছে পত্রিকাটি।

এদিকে, গতরাতে (বুধবার রাতে) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরাইলে হামলার খবর দিয়েছেন।

তিনি বলেছেন, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার দুই দফা অভিযান চালায়। এর একটি চালানো হয় ইসরাইলের তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত অন্তত গুরুত্বপূর্ণ একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলীতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তারও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।  দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৫,৩০০ ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এ যুদ্ধের প্রথম দিন থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে।#          

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।