ইরানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ খুবই চমৎকার ছিল
(last modified Sun, 26 Jan 2025 06:06:33 GMT )
জানুয়ারি ২৬, ২০২৫ ১২:০৬ Asia/Dhaka
  • • ডানে: ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান মাসুদ বারজানি এবং বাম: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    • ডানে: ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান মাসুদ বারজানি এবং বাম: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- আরবি ভাষার একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে, ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) প্রধান মাসুদ বারজানি এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে ইরান-ইরাক সম্পর্ক এবং ইরানের প্রেসিডেন্টের ইরাকের কুর্দিস্তান অঞ্চল সফর নিয়ে আলোচনা করেছেন।

আরবি ভাষার শামস টিভি চ্যানেলের সাথে ওই সাক্ষাৎকারে, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান মাসুদ বারজানি বাগদাদ এবং তেহরানের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে বলেছেন: এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের উপর ভিত্তি করে তৈরি, এবং কেউ কারো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না।" পার্সটুডে জানিয়েছে, মাসুদ বারজানি আরও বলেছেন: "ইরানের সাথে ইরাকের এক হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে এবং আমাদের রয়েছে অভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন এবং ইরান এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ।"

ইরাকের কুর্দিস্তান অঞ্চল সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে মাসুদ বারজানি আরও বলেছেন: "আমাদের সাক্ষাত অসাধারণ ছিল।" ইরানের প্রেসিডেন্ট কুর্দি ভাষায় এমনভাবে কথা বলতেন যেন এটি তার মাতৃভাষা, তিনি ছিলেন অত্যন্ত সদয় এবং আন্তরিক। ইরানের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অত্যন্ত আগ্রহী ছিলেন।

ইরাকের এই কুর্দি নেতা আরো বলেন: "আমরা কুর্দি ভাষায় কথা বলেছি, আমরা দুজনেই একই মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেছি এবং আমাদের দুজনের নামই মাসুদ।"

ইরাকি কুর্দিস্তান অঞ্চল এবং ইরানের মধ্যে সম্পর্কের বিষয়ে, বারজানি আরও বলেছেন, "এই অঞ্চলে ইরানের প্রেসিডেন্টের আগমনের ফলে ইরানের সাথে অন্যান্য দেশের কুর্দিদের সম্পর্ক উন্নত করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।