'হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং নেতানিয়াহু এখনও দিবাস্বপ্ন দেখছেন'
https://parstoday.ir/bn/news/west_asia-i147132-'হামাস_তার_স্বাভাবিক_শক্তিতে_ফিরে_এসেছে_এবং_নেতানিয়াহু_এখনও_দিবাস্বপ্ন_দেখছেন'
পার্স টুডে- যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি শাসক গোষ্ঠীর যুদ্ধে শহীদের সংখ্যা এখনো বৃদ্ধি পাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ২০:০৭ Asia/Dhaka
  • অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেল আইজ্যাক ব্রেক
    অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেল আইজ্যাক ব্রেক

পার্স টুডে- যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি শাসক গোষ্ঠীর যুদ্ধে শহীদের সংখ্যা এখনো বৃদ্ধি পাচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, ২০২৩  সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সরকারের যুদ্ধে শহীদের সংখ্যা ৪৮,২৭১ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১,১১,৬৯৩ জনে পৌঁছেছে। পার্স টুডে অনুসারে,ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে: " নিহতের মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে এবং জরুরি ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না।"
ইহুদিবাদী সরকার তার যুদ্ধবিরতি প্রতিশ্রুতি পালন করছে না
এদিকে, গাজা সরকারের মিডিয়া অফিস একটি বিবৃতি প্রকাশ করে বলেছে,  "গাজা উপত্যকায় কন্টেইনার এবং ভারী সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে ইহুদিবাদী সরকারের পদক্ষেপ ইঙ্গিত দেয় যে সরকার যুদ্ধবিরতির উপর ভিত্তি করে তার বাধ্যবাধকতা এবং প্রয়োজনীয়তাগুলো এড়িয়ে চলছে।' গাজা পুলিশের মুখপাত্র আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে আরও বলেছেন যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ১০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা শহীদ হয়েছেন। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিসও এক বিবৃতিতে ঘোষণা করেছে, 'গত দুই দিনে গাজায় ত্রাণ বহনকারী ট্রাক প্রবেশের সংখ্যা ইহুদি দখলদারদের সঙ্গে সম্মত সংখ্যার ৩০ শতাংশের বেশি হয়নি।" চুক্তি অনুসারে,প্রতিদিন ৫০০টি ত্রাণ ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করা উচিত যার মধ্যে ৫০টি জ্বালানি বহনকারী হওয়া উচিত কিন্তু তা হচ্ছে না। 
জাতি গঠনের কাজ ফিলিস্তিনিদের হাতে
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানোয়াও তার বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে, ময়দানের মতো আলোচনা প্রক্রিয়ার উদ্যোগটিও ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের উপর নির্ভরশীল এবং দখলদাররা গাজা যুদ্ধে তাদের সমস্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং তাদের কোনও লক্ষ্য অর্জন করতে পারেনি।
হামাসের ক্ষমতা স্বীকার করলেন অবসরপ্রাপ্ত ইসরাইলি সেনা জেনারেল
এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত ইসরাইলি সেনাবাহিনীর জেনারেল আইজ্যাক ব্রিক এক বিবৃতিতে বলেছেন: 'আমরা এক বছর চার মাসে হামাসকে ধ্বংস করতে পারিনি, তাহলে নেতানিয়াহু কীভাবে মনে করেন যে তিনি এখন এটি করতে পারবেন?" আমরা যুদ্ধে সফল হইনি,কিন্তু শত শত কিলোমিটার সুড়ঙ্গে হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে। তিনি আরও বলেন: "তারা এখন তাদের স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং অনেক তরুণকে আকৃষ্ট করেছে।"
গাজায় যুদ্ধবিরতির প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে: গুতেরেস
এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে সংস্থাটি গাজা উপত্যকায় যুদ্ধবিরতিকে সমর্থন করে যাবে এবং একইসঙ্গে তিনি বলেছেন: ' সংস্থাটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পূর্ণ সমর্থন এবং ভূমিকা পালন করে চলেছে যার মধ্যে রয়েছে এই অঞ্চলের ফিলিস্তিনিদের কাছে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহ।"
পশ্চিম তীরে ইহুদিবাদী সামরিক হামলা অব্যাহত রয়েছে
জর্ডান নদীর পশ্চিম তীর থেকে পাওয়া খবরে জানা গেছে যে ইহুদি দখলদার সরকারের সৈন্যরা এই অঞ্চলের বিভিন্ন এলাকায় আক্রমণ করেছে। একই সময়ে,দখলদাররা জেনিন শহর এবং এর শিবিরের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে। #

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।