সিরিয়াকে বিভক্ত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা কী?
(last modified Sun, 02 Mar 2025 11:24:29 GMT )
মার্চ ০২, ২০২৫ ১৭:২৪ Asia/Dhaka
  • • সিরিয়াকে বিভক্ত করার জন্য ইসরাইলের পরিকল্পনা
    • সিরিয়াকে বিভক্ত করার জন্য ইসরাইলের পরিকল্পনা

পার্সটুডে - দামেস্কের উপকণ্ঠে জারামানা শহরে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আল-জোলানির নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সাথে দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শনিবার, সুইদা দ্রুজ সশস্ত্র গোষ্ঠী দামেস্কের উপকণ্ঠে জারামানায় হামলা চালিয়ে জোলানি সরকারের অধীনে থাকা বাহিনীর নিয়ন্ত্রণ থেকে এলাকাটি দখল করে নেয়। ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, একই সময়ে, দ্রুজ সামরিক কাউন্সিল জোলানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে যোদ্ধা পাঠানোর কথা জানিয়েছে।

এর আগে, কিছু সোশ্যাল মিডিয়া জারামানা শহরে সিরিয়ার সরকারের সাথে সম্পর্কিত বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যের নিহতের ছবি এবং জোলানির নেতৃত্বে বাহিনীর কাছ থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার পর শহরের মানুষের আনন্দের দৃশ্য প্রকাশ করেছিল।

সিরিয়াকে বিভক্ত করার লক্ষ্যে ইসরাইলের গোপন বৈঠক

একই সময়ে, ইসরাইলি দৈনিক 'ইসরাইল হায়োম' এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের উত্তরে সীমান্ত এলাকা সুরক্ষার দাবি করে ইসরাইল সরকার সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করেছে।

ইসরাইল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজের সভাপতিত্বে অনুষ্ঠিত "সিরিয়া পরবর্তী দিন" শীর্ষক বৈঠকে সিরিয়াকে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছিল। কাটজ এই প্রস্তাবটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে উপস্থাপন করেছেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দৈনিক ইসরাইলি হায়োম আরো লিখেছে: সিরিয়াকে স্থিতিশীল করার কোনও ইচ্ছা ইসরাইল সরকারের নেই, তবে একই সাথে, দেশে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগে তারা যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো থেকে সরে আসার ইচ্ছাও তাদের নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্বাস করেন যে একটি ঐক্যবদ্ধ সিরিয়া ইসরাইলের জন্য হুমকি এবং বাশার আল-আসাদের সরকারকে অপসারণের পর ইসরাইল সিরিয়াকে কয়েকটি অংশে বিভক্ত করার চেষ্টা করছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।