ইসরাইল যখন সিরিয়ায় হামলা চালাচ্ছে
জোলানি বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় লাশ লুকানোর চেষ্টা করছে !
পার্সটুৃডে: আজ (মঙ্গলবার) সকালে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো দক্ষিণ সিরিয়ার দারা শহরের উপকণ্ঠে এবং দামেস্কের দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত কাতনা অঞ্চলে ২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে যা দখলদার সরকারের স্থল আগ্রাসনের সঙ্গে একযোগে পরিচালিত হয়েছে।
প্রকাশিত সংবাদ অনুসারে,আল-জোলানির সাথে যুক্ত জঙ্গিরা সিরিয়ার উপকূলীয় শহরগুলোতে এই অস্ত্রধারীরা নৃশংস হামলার শিকার কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ অজানা স্থানে স্থানান্তরিত করেছে। পার্সটুডে-র মতে, সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার আলাভীদের বিরুদ্ধে আল-জোলানি সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভ জানানোর পর সন্ত্রাসীরা দেশটির গ্রাম ও শহর থেকে নিহতদের মৃতদেহ সংগ্রহ করে অজানা স্থানে স্থানান্তর করার চেষ্টা করছে। আল-আলমের এক প্রতিবেদন অনুসারে, এই মৃতদেহ লুকানোর জন্য সন্ত্রাসীরা পাহাড় এবং উপত্যকা ব্যবহার করার চেষ্টা করছে।সাম্প্রতিক দিনগুলোতে উত্তর-পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে গোলানির নেতৃত্বে দামেস্কের নতুন নিয়ন্ত্রণ গ্রহণকারী বাহিনী এবং এই আন্দোলনের আধিপত্য ও আগ্রাসনে ক্ষতিগ্রস্ত অন্যান্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল একটি সূত্র জানিয়েছে যে এই অঞ্চলগুলোতে গোলানি বাহিনীর অব্যাহত আক্রমণের পর দক্ষিণ-পশ্চিম সিরিয়ার তারতুসে তাহরির আল-শাম এবং কোস্ট শিল্ড বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ভিডিও এবং প্রকাশিত সংবাদ অনুসারে দামেস্কের নতুন শাসকদের নীতি আলাভি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে যার ফলে কারদাহা, জাবলা, লাতাকিয়া, তারতুস, হোমস এবং মাসয়াফ শহরে বিক্ষোভ শুরু হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান
এই প্রসঙ্গে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘোষণা করেছে যে সিরিয়ার উপকূলে তাহরির আল-শামের সঙ্গে যুক্ত সশস্ত্র ব্যক্তিদের দ্বারা এখন পর্যন্ত প্রায় ৪০টি গণহত্যায় ১,০০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, অভিযান বন্ধের ঘোষণা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উপকূলের বাসিন্দাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
জোলানি বাহিনীর পক্ষে তুর্কিয়ে প্রেসিডেন্টের সাফাই
কিন্তু গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সাম্প্রতিক দিনগুলোতে হায়াত তাহরির আশ-শাম বিদ্রোহীদের দ্বারা পরিচালিত গণহত্যার কোনও উল্লেখ না করেই বলেছেন,সাবেক সিরিয়ান সরকারের অবশিষ্ট বাহিনী সন্ত্রাসী হামলা চালানোর ফলে সেখানে শত শত মানুষ নিহত হয়েছে। তুর্কিয়ে প্রেসিডেন্ট বলেন যে যারা সিরিয়ায় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা তাদের পরিকল্পনায় সফল হবে না। তিনি আরও বলেন, ১৪ বছর ধরে সিরিয়া যে বিভেদের শিকার হচ্ছে তা তুরস্কে স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে।" যদিও কিছু সমালোচক বিশ্বাস করেন যে সিরিয়া থেকে আসাদকে অপসারণের চক্রান্ত ছিল দেশকে বিভক্ত করার লক্ষ্যে একটি ষড়যন্ত্র এবং তুর্কিয়েকে এর অন্যতম প্রধান ভূমিকাপালনকারী হিসাবে বিবেচনা করা হয়।
সিরিয়ার সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল
সিরিয়ার রাজধানী দামেস্ক ও দারা প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বাশার আল-আসাদ সরকারের পতনের পর সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে এটিই ইসরাইলের সর্বশেষ হামলা। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা (সানা) জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে দামেস্কের কাতানা শহরের সামরিক স্থাপনাগুলোতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। এছাড়া, দামেস্ক থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল-কিসওয়াহ শহরে সামরিক স্থাপনা এবং প্রথম ডিভিশন কমান্ডকে লক্ষ্য করে কমপক্ষে আরও সাতটি হামলা চালানো হয়েছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল (সোমবার) রাতে দারা প্রদেশের উত্তরে জাবাব শহরের আশেপাশের এলাকায় সিরিয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট ৮৯-এর একটি সামরিক অবস্থানে কমপক্ষে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। একই প্রদেশের ইজরা’আ শহরের ১২তম ব্রিগেড ঘাঁটিতে কমপক্ষে আরও আটটি হামলা চালানো হয়েছে।
চুক্তির দাবি
কিন্তু অন্যান্য খবরে,তাহরির আশ-শাম" গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত "সিরিয়া" টিভি চ্যানেল "সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস" বা এসডিএফ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একটি চুক্তি ঘোষণা করেছে যাতে এই বাহিনীগুলোকে গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে একীভূত করা যায়। আহমদ আল-শারা ওরফে মোহাম্মদ আল-জুলানি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কমান্ডার মাজলৌম আবদির মধ্যে একটি বৈঠকের পর এই চুক্তিতে পৌঁছে তারা। গোলানির কার্যালয় একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হবে।#
পার্সটুডে/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।