যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতারণা; গাজায় যুদ্ধের গতি কোন্‌ দিকে?
https://parstoday.ir/bn/news/west_asia-i149470-যুদ্ধবিরতি_আলোচনায়_ইসরাইলের_প্রতারণা_গাজায়_যুদ্ধের_গতি_কোন্_দিকে
পার্স টুডে: লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আল-রাই আল-ইউম-এর এক প্রতিবেদনে গাজার যুদ্ধবিরতির আলোচনায় ইসরাইলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে, তেল আবিব ধোঁকাবাজি ও হঠকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২৫ ১৭:০৫ Asia/Dhaka
  • কয়েকজন ইসরাইলি সেনা কর্মকর্তা
    কয়েকজন ইসরাইলি সেনা কর্মকর্তা

পার্স টুডে: লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আল-রাই আল-ইউম-এর এক প্রতিবেদনে গাজার যুদ্ধবিরতির আলোচনায় ইসরাইলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে, তেল আবিব ধোঁকাবাজি ও হঠকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীরা ইসরাইলের একগুঁয়েমি এবং ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ ও হতাশ।

পার্স টুডে'র প্রতিবেদন অনুযায়ী, আল-রাই আল-ইউম ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনার ধরণ বিশ্লেষণ করে জানিয়েছে, ইসরাইল গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চাইছে। ইসরাইল সরকার চাপে পড়লেই কাতারে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল পাঠানোর কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত আলোচনাকে নাকচ করে দেয়।

আল-রাই আল-ইউমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল আন্তর্জাতিক চাপ এড়াতে এবং বৈশ্বিক মনোযোগ অন্যদিকে ঘোরাতে কথিত 'কারিগরি আলোচনা'র নামে সময় নষ্ট করছে।  

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের জন্য হামাস বারবার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে এবং গাজা দখলে জোর দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। অন্যদিকে, মার্কিন মদদে ইসরাইল সরকার ফিলিস্তিনে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারী হত্যা তীব্রতর করেছে। তবে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৪