আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে ইসরাইলে হতাশা
https://parstoday.ir/bn/news/west_asia-i149994
দখলদার ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার বিষয়ে হতাশ হয়ে পড়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২১, ২০২৫ ১৯:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার
    ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার

দখলদার ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার বিষয়ে হতাশ হয়ে পড়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একের পর এক আঘাত হানার পর ইসরাইলিদের মধ্যে ব্যাপক হতাশা জন্ম নিয়েছে। তারা বর্তমানে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর আর নির্ভর করতে পারছে না।

দখলদার ইসরাইল কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। তারা 'বারাক' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করছে।

বিভিন্ন সূত্র বলছে, 'বারাক' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে আর ব্যবহার করেনি দখলদার ইসরাইল। ইরানের ড্রোন ঠেকানোর উদ্দেশ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

পার্সটুডে/এএইচ/২১