ইরানের সাথে শান্তিই আমার একমাত্র চাওয়া: হাইফার মেয়রের সবিনয় আকুতি
-
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হাইফা
পার্সটুডে - দখলদার ইসরাইলের হাইফার মেয়র বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অধিকৃত অঞ্চলে ব্যাপক ধ্বংস এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে, এ কারণে তার একমাত্র আকুতি ইরানের সাথে যুদ্ধবিরতি।
অধিকৃত হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ শুক্রবার মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতার কথা স্বীকার করে তিনি বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি দরকার।
পার্সটুডে বলছে, মেয়রের মতে যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করা উচিত নয়। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যে জিনিসটি তৈরি হয়েছে তা হলো ধ্বংস এবং নিরাপত্তাহীনতা।
সাক্ষাৎকারের সময় তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করছিলেন।
ইয়াহাভ সিএনএনকে বলেছেন, তিনি আশা করেন যে ইরান এবং ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে জেনেভা আলোচনায় একটা ফলাফল আসবে।#
পার্সটুডে/এসএ/এমএআর/২২