আতওয়ান: সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি তেল আবিবের প্রতি কৌশলগত আঘাত
https://parstoday.ir/bn/news/west_asia-i152152-আতওয়ান_সৌদি_পাকিস্তান_প্রতিরক্ষা_চুক্তি_তেল_আবিবের_প্রতি_কৌশলগত_আঘাত
পার্স টুডে - আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক "আবদুল বারী আতওয়ান" রিয়াদ ওইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির কথা তুলে ধরে এটিকে ইহুদিবাদী সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন।
(last modified 2025-09-20T12:17:02+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১৮:১২ Asia/Dhaka
  • আবদুল বারী আতওয়ান: বিখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক ও বিশ্লেষক
    আবদুল বারী আতওয়ান: বিখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক ও বিশ্লেষক

পার্স টুডে - আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক "আবদুল বারী আতওয়ান" রিয়াদ ওইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির কথা তুলে ধরে এটিকে ইহুদিবাদী সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন।

আতওয়ান রাই আল-ইয়ুম পত্রিকায় লিখেছেন: সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, যা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, তা একটি অভূতপূর্ব সামরিক ও রাজনৈতিক অগ্রগতি এবং ইসরায়েলি দখলদার শাসকগোষ্ঠীর প্রতি একটি অত্যন্ত জোরালো বার্তা।  আর বার্তাটি হল এই যে, মুসলিম বিশ্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্ত একটি সাধারণ ভূমি নয়।

আতওয়ান আরও লিখেছেন: এই চুক্তিটি একটি ইসলামিক ন্যাটোর প্রাথমিক একক বা ইউনিট হতে পারে, বিশেষ করে এমন এক সময়ে এটা ঘটছে যখন বিশ্ব বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে এবং চীন আমেরিকান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর দিয়ে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে, যে সাম্রাজ্যটি অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক দিক থেকে পতনের মুখোমুখি। 

তিনি এই চুক্তি ত্বরান্বিত হবার কারণগুলো উল্লেখ করেছেন, যে কারণগুলো হল: ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ; "বৃহত্তর ইসরায়েল"-নামক নেতানিয়াহুর প্রকাশ্য পরিকল্পনার কথা ঘোষণা; আমেরিকান নীতির ওপর ইসরায়েলের শক্তিশালী আধিপত্য; এবং গাজায় গণহত্যার প্রতি ওয়াশিংটনের অবিচল সমর্থন।

আতওয়ান আরও আশা প্রকাশ করেছেন যে এই চুক্তিটি মুসলিম বিশ্বের সেবা করবে এবং একটি বিস্তৃত জোট প্রতিষ্ঠা করবে যাতে ইরানসহ সমস্ত মুসলিম দেশ অন্তর্ভুক্ত থাকবে। তিনি তেহরান ও রিয়াদের মধ্যে সাম্প্রতিক উষ্ণ সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সৌদি আরব সফরকে ইসরায়েলি ও আমেরিকান হুমকির মুখে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার লক্ষণ বলে মনে করেন। #

পার্স টুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।