চলমান গাজা যুদ্ধ ইসরায়েলের সামাজিক ও অর্থনৈতিক বিভাজনকে আরো বাড়িয়ে তুলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i152484-চলমান_গাজা_যুদ্ধ_ইসরায়েলের_সামাজিক_ও_অর্থনৈতিক_বিভাজনকে_আরো_বাড়িয়ে_তুলছে
পার্সটুডে - ইহুদিবাদী সংবাদপত্র ইসরায়েল হায়োম একটি প্রতিবেদন জারি করে সতর্ক করে দিয়েছে যে নেতানিয়াহু যদি গাজা যুদ্ধ বন্ধ না করেন,তাহলে অধিকৃত অঞ্চলগুলোতে সামাজিক সংকট তীব্রতর হবে।
(last modified 2025-09-30T10:01:22+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১৮:২৪ Asia/Dhaka
  • চলমান গাজা যুদ্ধ ইসরায়েলের সামাজিক ও অর্থনৈতিক বিভাজনকে আরো বাড়িয়ে তুলছে

পার্সটুডে - ইহুদিবাদী সংবাদপত্র ইসরায়েল হায়োম একটি প্রতিবেদন জারি করে সতর্ক করে দিয়েছে যে নেতানিয়াহু যদি গাজা যুদ্ধ বন্ধ না করেন,তাহলে অধিকৃত অঞ্চলগুলোতে সামাজিক সংকট তীব্রতর হবে।

ইহুদিবাদী সংবাদপত্র ইসরায়েল হায়োম সতর্ক করে দিয়েছে যে গাজা যুদ্ধ সামাজিক সংকটকে তীব্রতর করবে,বিশেষ করে ইহুদিবাদী শাসনের সেনাবাহিনীতে। ইসরায়েল হায়োম তার প্রতিবেদনে বলেছে,  ইহুদিবাদী পরিসংখ্যান কেন্দ্র কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীতে কর্মরত প্রায় অর্ধেক দম্পতি বলেছেন যে যুদ্ধের সময় তাদের পারিবারিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধিকৃত অঞ্চলগুলোতে "সমান্তরাল পর্যবেক্ষণ" থেকে প্রাপ্ত তথ্য দেখায় যে ইসরায়েলি সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী চাকরির নেতিবাচক পরিণতি এবং রিজার্ভ বাহিনীতে ইসরায়েলি সৈন্যদের ক্রমাগত উপস্থিতি, পিতামাতা এবং সন্তানদের মধ্যে এবং স্বামী/স্ত্রীর মধ্যে ঘন ঘন এবং কয়েক মাসের বিচ্ছেদ প্রকৃত সংকট তৈরি করেছে। সমান্তরাল পর্যবেক্ষণ বলতে এমন পদ্ধতি এবং প্রক্রিয়াগুলোর একটি সেটকে বোঝায় যেখানে বেশ কয়েকটি সূচক,পরিবর্তনশীল বা সিস্টেম একে অপরের থেকে একযোগে এবং স্বাধীনভাবে পরীক্ষা এবং মূল্যায়ন করা হয়।

প্রতিবেদনের অন্য একটি অংশে প্রকাশিত হয়েছে যে গাজা যুদ্ধ অধিকৃত অঞ্চলগুলোতে যে খারাপ সামাজিক পরিস্থিতি তৈরি করেছে, তার ফলে পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবারগুলোতে যুদ্ধের জন্য চরম মূল্য দিতে হচ্ছে। প্রতিবেদনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে যে, যদি এই স্থিতিস্থাপকতা ভেঙে পড়ে, তাহলে অধিকৃত অঞ্চলের সকলকে এর মূল্য দিতে হবে।

ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী সৈন্যদের মধ্যে সরকারের সেনাবাহিনী গুরুতর মানসিক এবং পারিবারিক সংকটের মুখোমুখি হয়েছে যার ফলে বিচ্ছেদ, আত্মহত্যা এবং ত্যাগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে, এই পরিসংখ্যানগুলো দেখায় যে যুদ্ধ এবং সামরিক পরিষেবার চাপ কেবল ইসরায়েলি সৈন্যদের মানসিক স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলেনি, বরং তাদের পরিবারের ভিত্তিকেও মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।

গাজা যুদ্ধ অব্যাহত থাকার সাথে সাথে, অধিকৃত অঞ্চলগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে,এবং বেকারত্ব এবং চাকরি বন্ধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, অধিকৃত অঞ্চলগুলোতে মোট দেশজ উৎপাদন তীব্রভাবে হ্রাস পেয়েছে এবং বিনিয়োগও বন্ধ হয়ে গেছে। অধিকৃত অঞ্চল থেকে অভিবাসন বৃদ্ধি পেয়েছে, এবং প্রযুক্তি খাতও ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। অধিকৃত অঞ্চলগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশী বিনিয়োগকারীরাও দ্রুত প্রত্যাহার করছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং যুদ্ধের প্রতি চরমপন্থী ইহুদিবাদীদের নিঃশর্ত সমর্থন মন্ত্রিসভা এবং ইহুদিবাদী শাসনের অন্যান্য দলের মধ্যে তীব্র মতবিরোধের সৃষ্টি করেছে। ইহুদিবাদী শাসনের বিরোধী দলের কিছু নেতা গাজায় সামরিক অভিযান বন্ধ করার এবং অভ্যন্তরীণ সংকটের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

অর্থনৈতিক সংকট, গাজা যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর হতাহতের ঘটনা এবং জনসাধারণের অবিশ্বাসের কারণে তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের অন্যান্য শহরগুলোতে যুদ্ধবিরোধী বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে এবং বিক্ষোভকারীরা গাজা যুদ্ধের অবসান দাবি করছেন। এমনকি নেতানিয়াহু নিজেও ইহুদিবাদী শাসনের "ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা" স্বীকার করেছেন এবং সতর্ক করেছেন যে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

গাজায় ইহুদিবাদী শাসনের যুদ্ধ রাজনৈতিক অস্থিতিশীলতা,ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে পরিচালিত করেছে এবং অধিকৃত অঞ্চলগুলোতে এই পরিস্থিতি বৃহত্তর পরিসরে ব্যাপক পতনের পথ প্রশস্ত করবে;এমন এক পরিস্থিতিতে যেখানে নেতানিয়াহুর মন্ত্রিসভা এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে না। গাজায় যুদ্ধ অব্যাহত থাকার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে ইহুদিবাদীদের মধ্যে কেবল ব্যাপক অস্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান অসন্তোষই সৃষ্টি হয়নি,বরং এই শাসনব্যবস্থার অভ্যন্তরীণ ভিত্তির জন্যও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।