পাকিস্তানি বিশ্লেষক: আমেরিকার ইরান-বিরোধী মনোভাবের বিরুদ্ধে সতর্ক থাকুন
https://parstoday.ir/bn/news/west_asia-i152702-পাকিস্তানি_বিশ্লেষক_আমেরিকার_ইরান_বিরোধী_মনোভাবের_বিরুদ্ধে_সতর্ক_থাকুন
পার্স টুডে - একজন পাকিস্তানি রাজনৈতিক বিশেষজ্ঞ আমেরিকার ইরান-বিরোধী মনোভাবের পরিণতি সম্পর্কে ইসলামী সরকারগুলিকে সতর্ক করেছেন।
(last modified 2025-10-06T14:05:37+00:00 )
অক্টোবর ০৬, ২০২৫ ১৮:৪০ Asia/Dhaka
  • পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ড.সালমা মালিক
    পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সালমা মালিক

পার্স টুডে - একজন পাকিস্তানি রাজনৈতিক বিশেষজ্ঞ আমেরিকার ইরান-বিরোধী মনোভাবের পরিণতি সম্পর্কে ইসলামী সরকারগুলিকে সতর্ক করেছেন।

পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা মালিক, মুসলিম সরকারগুলোকে আমেরিকার ইরান-বিরোধী মনোভাবের নেতিবাচক পরিণতি সম্পর্কে সতর্ক থাকার এবং তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার প্রভাব অকার্যকর করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার, ইসলামাবাদে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন: "আজ যা নিশ্চিত তা হল আমেরিকা পশ্চিম এশিয়ার মানচিত্র পরিবর্তন করার চেষ্টা করছে, এবং আমরা এর একটি অংশ ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে দেখেছি।"

"মালিক" বলেছেন: মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোর ঘনিষ্ঠতায় খুশি নয় এবং তারা ইরান-বিরোধী পরিকল্পনা তৈরি করছে এবং এর অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ঐক্যের উপর আক্রমণ করছে।

এই কৌশলগত বিষয় বিশেষজ্ঞ বলেন: "এই অঞ্চলে আমেরিকার অভিযান, গাজা যুদ্ধে তার ভূমিকা এবং ইরান-বিরোধী আচরণের জন্য আমাদের সতর্কতা এবং ইসলামী দেশগুলির শাসকদের বিশেষ মনোযোগ প্রয়োজন, কারণ আমেরিকার বিপরীতে, ইরান দেখিয়েছে যে তারা কখনও অস্থিতিশীলতা বা নিরাপত্তা দুর্বল করতে চায় না।"

তিনি জোর দিয়ে বলেন: "আজ, ইসলামী বিশ্বে আমাদের ঐক্যের প্রয়োজন। ইরান-বিরোধী নিষেধাজ্ঞা অকার্যকর করতে মুসলিম সরকারগুলির ঐক্য অনিবার্য, এবং এর জন্য, আস্থার পরিবেশ তৈরি করা অপরিহার্য।"

ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক সক্রিয় করার ক্ষেত্রে ইউরোপীয় ত্রয়ী দলের ভূমিকা সম্পর্কে, মালিক বলেন: "আমরা আমেরিকার উপর ইউরোপীয়দের নির্ভরতা প্রত্যক্ষ করছি, এবং এর প্রধান কারণ হল ইউক্রেনের যুদ্ধ, কারণ পশ্চিমারা নিরাপত্তাহীন বোধ করছে, যার ফলে ইউরোপীয় দলগুলির উপর ওয়াশিংটনের দাবি ক্রমবর্ধমান হচ্ছে।"

পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরও বলেন, "এই পরিস্থিতি ততদিন চলতে থাকবে যতদিন পশ্চিমারা আমেরিকার উপর নির্ভরশীল থাকবে, এবং দুর্ভাগ্যবশত, আমেরিকা যে কোনও দেশের সামনে চলার পথ তথা অগ্রগতির পথ নষ্ট করে দেয় যদি ওই দেশটি নিজস্ব স্বার্থের জন্য স্বাধীন পদক্ষেপ নিতে চায়।"

 করাচিতে ফিলিস্তিনি সংগ্রামীদের সমর্থনে লক্ষ লক্ষ পাকিস্তানির  মিছিল

 

 করাচিতে ফিলিস্তিনি সংগ্রামীদের সমর্থনে লক্ষ লক্ষ পাকিস্তানির  মিছিল

গতকাল রোববার পাকিস্তানের করাচিতে গাজার প্রতি সংহতি প্রকাশ করে লক্ষ লক্ষ লোকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের সমর্থকরা, যারা ইহুদিবাদী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কুদস ফোর্সের যুদ্ধকে সমর্থন করেন, তারা মুসলিম সরকারগুলোকে হামাসের প্রতি সমর্থন দেয়ার এবং ফিলিস্তিনি আদর্শের বিরোধী আমেরিকান ও ইসরায়েলি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

জামাত-ই-ইসলামী পাকিস্তান দলের নেতা হাফিজ নাঈম-উর-রেহমান এ সমাবেশে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি হামাস আন্দোলনের প্রতিক্রিয়া একটি বুদ্ধিমান, গর্বিত এবং শান্তিপূর্ণ পদক্ষেপ। তিনি আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পশ্চিমা ও আমেরিকান ফ্রন্টের ভণ্ডামির সমালোচনা করেন, বিশেষ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ, এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় এবং ফিলিস্তিনি ও হামাস যোদ্ধাদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পশ্চিমা পরিকল্পনা প্রত্যাখ্যান করতে ইসলামী বিশ্বের ঐক্যের আহ্বান জানান। #

পার্স টুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।