গাজায় শান্তির দ্বিতীয় ধাপ নাকি সংকটের দ্বিতীয় ধাপ? মার্কিন পরিকল্পনা কী?
https://parstoday.ir/bn/news/west_asia-i154818-গাজায়_শান্তির_দ্বিতীয়_ধাপ_নাকি_সংকটের_দ্বিতীয়_ধাপ_মার্কিন_পরিকল্পনা_কী
পার্সটুডে-হামাসকে নিরস্ত্র করে একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে আমেরিকা গাজায় শান্তির দ্বিতীয় ধাপ শুরু করার পরিকল্পনা করছে।
(last modified 2025-12-07T12:17:47+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৫:৪৯ Asia/Dhaka
  • গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত পুরাতন কবরস্থানের কাছে যুদ্ধবিরতির মধ্যে গাজাবাসী
    গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত পুরাতন কবরস্থানের কাছে যুদ্ধবিরতির মধ্যে গাজাবাসী

পার্সটুডে-হামাসকে নিরস্ত্র করে একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে আমেরিকা গাজায় শান্তির দ্বিতীয় ধাপ শুরু করার পরিকল্পনা করছে।

তাদের এই পরিকল্পনা তীব্র বিরোধিতার মুখোমুখি।

আমেরিকা গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে প্রবেশের ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। চীনের সিজিটিএন-এর বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, এই পদক্ষেপের মধ্যে রয়েছে হামাসের পর্যায়ক্রমিক নিরস্ত্রীকরণ, একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ওয়াশিংটনের তত্ত্বাবধানে আরব ও পশ্চিমা দেশগুলোর ব্যক্তিত্বদের নিয়ে একটি "অন্তর্বর্তী শাসকগোষ্ঠী" গঠন। ওয়াশিংটনে চূড়ান্ত করা এই রাজনৈতিক পুনর্গঠন হামাসের তীব্র বিরোধিতার মুখে রয়েছে; হামাস আন্দোলন গাজার ওপর যে-কোনো "আন্তর্জাতিক অভিভাবকত্ব" প্রত্যাখ্যান করেছে এবং সতর্ক করেছে যে ফিলিস্তিনিদের অঞ্চল প্রশাসনের দায়িত্ব অবশ্যই নিজেদেরকেই গ্রহণ করতে হবে।

একই সাথে, হামাস ঘোষণা করেছে যে দখলদারিত্ব সম্পূর্ণরূপে শেষ হলেই কেবল তারা তাদের অস্ত্র সমর্পণ করবে। অপরদিকে ইসরায়েলের নিরস্ত্রীকরণকে একটি মৌলিক শর্ত বলে মনে করে। কাতার আরও সতর্ক করে দিয়েছে যে যুদ্ধবিরতি একটি "সঙ্কটজনক মুহূর্তে" রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত অগ্রগতি ছাড়া চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকি খুবই গুরুতর। এ ধরনের পরিবেশে, দ্বিতীয় পর্যায়টি একটি চূড়ান্ত অগ্রগতি বলে মনে হচ্ছে না বরং উত্তেজনা ও মতবিরোধের একটি নতুন ক্ষেত্র বলে মনে হচ্ছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন