আলেপ্পোতে আরো কয়েকটি এলাকা পুনর্দখলে নিয়েছে সিরিয় বাহিনী
(last modified Mon, 03 Oct 2016 10:25:59 GMT )
অক্টোবর ০৩, ২০১৬ ১৬:২৫ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাবাহিনী
    সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির কৌশলগত উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে আরো কয়েকটি এলাকা পুর্নদখলে নিয়েছে।

সেনাবাহিনী রাজধানী দামেস্কের ৩৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত আলেপ্পোর উত্তর পার্শ্বে হানদারাত শরণার্থী শিবিরে কাছে কিন্দি হাসপাতাল,আশ-শাকিফ এলাকা,আল-হামরা পার্বত্য এলাকার পাশাপাশি ১৬টি কৃষিখামারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (সোমবার) এ খবর দিয়েছে।  

সিরিয় সেনাদের অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে এবং জীবন বাঁচাতে আরো কয়েক ডজন সন্ত্রাসী যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। এসব অভিযানে সিরিয় সেনাদেরকে সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী।  

এছাড়া, দামেস্কের পশ্চিম উপকণ্ঠে দারখাবিয়া শহরে স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সিরিয় সেনাবাহিনী বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে কয়েকটি খামার নিয়ন্ত্রণে নিয়েছে।

এদিকে, আল-ইয়াদৌদা শহরে সিরিয় সেনাবাহিনীর অভিযানে তাকফিরি জাবহাত ফাতেহ আশ-শামের বহু সন্ত্রাসী নিহত হয়েছে। সাবেক আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি জাবহাত ফাতেহ আশ-শাম নাম ধারণ করেছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৩ 

ট্যাগ