পালানোর চেষ্টা করলে হত্যা করা হবে: আলেপ্পোয় আন-নুসরার হুমকি
(last modified Thu, 20 Oct 2016 11:37:15 GMT )
অক্টোবর ২০, ২০১৬ ১৭:৩৭ Asia/Dhaka
  • পালানোর চেষ্টা করলে হত্যা করা হবে: আলেপ্পোয় আন-নুসরার হুমকি

যুদ্ধবিরতির সুযোগে আলেপ্পো থেকে পালানোর চেষ্টায় নিয়োজিত বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যার হুমকি দিয়েছে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি। সাবেক আন-নুসরা ফ্রন্ট নাম পাল্টিয়ে এখন ফাতেহ আশ-শাম হিসেবে কাজ করছে।

আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে নিরীহ বেসামরিক মানুষদের সরে যাওয়ার জন্য ছয়টি করিডর ঠিক করে দেয়া হয়েছে। ফাতেহ আশ-শামের সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলেছে, এসব করিডরের আশপাশেই তারা অবস্থান নিয়েছে এবং যারা এসব মানবিক করিডর দিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে তাদের গুলি করে হত্যা করা হবে। সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকার কাছে বসবাসকারী এক ব্যক্তি এ কথা জানিয়েছেন।

এদিকে, আলেপ্পোর  বুস্তান আল-কাসার এলাকায় মানবিক করিডরের ওপর মর্টার এবং ক্ষুদ্র অস্ত্রের হামলা করেছে ফাতেহ আশ-শামের সন্ত্রাসীরা।

বেসামরিক মানুষদের সরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য আলপ্পোর সন্ত্রাসী অবস্থানের ওপর ১১ ঘণ্টা বিমান হামলার বন্ধ রাখা হয়েছে।# 

 পার্সটুডে/মূসা রেজা/১৯

 

ট্যাগ