সৌদির বিরুদ্ধে এবার এক জোট হচ্ছে ইয়েমেনের সব গোত্র
(last modified Sun, 30 Oct 2016 10:24:24 GMT )
অক্টোবর ৩০, ২০১৬ ১৬:২৪ Asia/Dhaka
  • সৌদির বিরুদ্ধে এবার এক জোট হচ্ছে ইয়েমেনের সব গোত্র

ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসন মোকাবেলায় এবার দেশটির বিভিন্ন প্রদেশের গোত্রগুলো ঐক্যবদ্ধ হয়েছে। সেই সঙ্গে নিরীহ ব্যক্তিদের রক্তের প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে শারাফেইন এলাকার গোত্রগুলো খুলান এবং সানহান গোত্রের আহ্বানে সাড়া দিয়ে সৌদি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের বাহিনী মোতায়েনের প্রস্তুতির ঘোষণা দিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

এদিকে, আল-শাকাদ্রেহ এলাকার বানি সারা গোত্র আগ্রাসী রিয়াদ সরকারের বিরুদ্ধে বিজয় অর্জনে এবং সম্প্রতি সানার জানাযা নামাজে সৌদি বাহিনীর পাশবিক হামলার প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। গত ৮ অক্টোবর ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রিয়াদের এ বর্বরোচিত হামলার কড়া নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে।

এদিকে, সানহান গোত্র অস্ত্রে সজ্জিত ৩০০ সেনাকে সতর্ক অবস্থায় রেখেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে, মারিব প্রদেশে কারামিশ গোত্র সৌদি বিরোধী অভিযানে তাদের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এছাড়া, বিভিন্ন এলাকার এবং গ্রামের আজলা  আল-জাবেরেহ গোত্র, ইব প্রদেশের সাবরাহ এলাকার অধিবাসীরা সৌদি সামরিক আগ্রাসনের মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/৩০

 

ট্যাগ