সন্ত্রাসবাদের সূতিকাগার সৌদি আরব: ইরাকি সেনা কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i24925-সন্ত্রাসবাদের_সূতিকাগার_সৌদি_আরব_ইরাকি_সেনা_কমান্ডার
সৌদি আরবকে সব ধরনের সন্ত্রাসবাদের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের একজন পদস্থ সেনা কমান্ডার। দায়েশ বিরোধী যুদ্ধে গঠিত ইরাকি পপ্যুলার মবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মোহান্দেস এ মন্তব্য করেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ০৬, ২০১৬ ০৭:১৮ Asia/Dhaka
  • আবু মাহদি আল-মোহান্দেস (ফাইল ছবি)
    আবু মাহদি আল-মোহান্দেস (ফাইল ছবি)

সৌদি আরবকে সব ধরনের সন্ত্রাসবাদের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের একজন পদস্থ সেনা কমান্ডার। দায়েশ বিরোধী যুদ্ধে গঠিত ইরাকি পপ্যুলার মবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মোহান্দেস এ মন্তব্য করেছেন।

শনিবার আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদা- এই দু’টি গোষ্ঠীকেই সৃষ্টি করেছে সৌদি আরব। এ ছাড়া, বর্তমানে দায়েশ যে মনস্তাত্ত্বিক ও মিডিয়া প্রচারণা চালাচ্ছে তার আংশিক অর্থের যোগানদাতা রিয়াদ।

মোহান্দেস বলেন, তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে মসুল উদ্ধার অভিযানে সময় লাগবে। কারণ, আমেরিকা ও সৌদি আরব গোয়েন্দা তথ্য দিয়ে দায়েশকে সহযোগিতা করছে।

ইরাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয় সহযোগিতা করার জন্য তিনি ইরানের প্রশংসা করে বলেন, বাগদাদ যদি তেহরানের সহযোগিতা না চাইত তাহলে আমরা কোনোদিনও মসুলে পৌঁছাতে পারতাম না।

মসুল মুক্ত হওয়ার পর তার বাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় আরেক শহর তাল-আফার পুনর্দখল করবে বলে জানান মোহান্দেস। তিনি বলেন, দায়েশিদেরকে পিছু হটিয়ে দেয়া আমাদের লক্ষ্য নয় বরং আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬