ইন্দোনেশিয়ার রাজধানীতে মসজিদে বিস্ফোরণ: ৫৪ জন আহত
https://parstoday.ir/bn/news/event-i153778-ইন্দোনেশিয়ার_রাজধানীতে_মসজিদে_বিস্ফোরণ_৫৪_জন_আহত
পার্সটুডে-শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি মসজিদে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৭, ২০২৫ ১৮:৩০ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ার রাজধানীতে মসজিদে বিস্ফোরণ
    ইন্দোনেশিয়ার রাজধানীতে মসজিদে বিস্ফোরণ

পার্সটুডে-শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি মসজিদে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন।

পার্সটুডে আরও জানায়, যে মসজিদে বিস্ফোরণটি ঘটেছে তা ইন্দোনেশিয়ার জাকার্তার কেলাপা গাদিং এলাকার একটি উচ্চ বিদ্যালয় কমপ্লেক্সের অংশ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, শুক্রবার জুমা নামাজের সময় ঘটে যাওয়া বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে এবং ঘটনাস্থলটিকে "অপরাধের দৃশ্য" হিসাবে বর্ণনা করেছে।

ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফি দাসকু আহমেদ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেছেন: ঘটনার হোতা বলে সন্দেহভাজন ব্যক্তির বয়স প্রায় ১৭ বছর এবং বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

জাকার্তার পুলিশ প্রধান আসেপ এদি সুহিরি আরও বলেছেন: আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের উপরিভাগ থেকে শুরু করে শরীরে গুরুতর আঘাত রয়েছে, পোড়াও রয়েছে।

ইন্দোনেশিয়ার উপ-নিরাপত্তামন্ত্রী লুডউইক ফ্রিডরিচ আরও বলেন: "মসজিদে কমপক্ষে দুটি বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। মসজিদটি উত্তর জাকার্তার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত যা মূলত নৌবাহিনীর মালিকানাধীন। এই এলাকায় অনেক সামরিক কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বাস করেন।"

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।