সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না ব্রিটেন
(last modified Tue, 15 Nov 2016 01:21:52 GMT )
নভেম্বর ১৫, ২০১৬ ০৭:২১ Asia/Dhaka
  • সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না ব্রিটেন

ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা পরিচালনাকারী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ সরকার। দেশটির পার্লামেন্টের দু’টি কমিটি সম্প্রতি এক যৌথ প্রতিবেদনে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছিল।

২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরু হওয়ার পর ব্রিটেন রিয়াদের কাছে ৩৩০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রির চুক্তি করে। ব্রিটিশ সংসদ সদস্যদের যৌথ প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে সৌদি পাশবিকতার ওপর জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত চালানোর আগ পর্যন্ত লন্ডনকে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে।

ইয়েমেনে সৌদি বর্বরতার নমুনা

কিন্তু ব্রিটিশ সরকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে লন্ডন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ব্রিটেনের কাছ থেকে অস্ত্র কেনার সব শর্ত পূরণ করেছে সৌদি আরব। রিয়াদ যতক্ষণ ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের শর্ত মেনে অস্ত্র ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ হবে না। ব্রিটিশ সরকারের এক সরকারি জবাবের বরাত দিয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সরকার এমন সময় ইয়েমেনে সৌদি আগ্রাসনে কোনো ত্রুটি খুঁজে পায়নি যখন গত প্রায় ২০ মাসের সৌদি হামলায় ইয়েমেনের ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশটিতে নিজের পছন্দের শাসককে ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমনের লক্ষ্যে এ বর্বরোচিত আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫