রাসায়নিক অস্ত্র নিয়ে চরম মিথ্যাচার করছে পাশ্চাত্য: সিরিয়া
(last modified Tue, 29 Nov 2016 01:55:41 GMT )
নভেম্বর ২৯, ২০১৬ ০৭:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়া সরকার সন্ত্রাস বিরোধী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তাকে ‘চরম মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার হেগে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউ’র বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যম কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়াই সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের যে বিরামহীন প্রচার চালাচ্ছে তা ‘সমন্বিত মিথ্যার বেসাতি’ ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে গঠিত এক তদন্ত কমিটির প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৪ ও ২০১৫ সালে সিরিয়া সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার কাজে তিনবার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। হেগ সম্মেলনে দেয়া বক্তব্যে এই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন মিকদাদ। তিনি বলেন, ত্রুটিপূর্ণ ও অগ্রণযোগ্য তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে যা ওপিসিডাব্লিউ’র গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে; কারণ ২০১৩ সালের পর দামেস্কের হাতে কখনোই রাসায়নিক অস্ত্র ছিল না।

২০১৩ সালে রাশিয়া ও আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে সিরিয়া সরকার তার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলে। ওপিসিডাব্লিউ এই প্রক্রিয়া তদারিক করে এবং সিরিয়া সরকারের কাছে আর কোনো রাসায়নিক অস্ত্র না থাকার বিষয়টিকে স্বীকৃতি দেয়।

২০১৩ সালেরই আগস্ট মাসে রাজধানী দামেস্কের কাছে ঘৌতা এলাকায় এক রাসায়নিক হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর ওই উদ্যোগ নেয়া হয়েছিল। দামেস্ক সরকার ওই হামলা চালানোর কথা অস্বীকার করার পরও নিজের রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯

 

ট্যাগ