'আলেপ্পোতে সেনাবাহিনীর সাফল্যকে বানচালের চেষ্টা করছে আমেরিকা'
সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে দেশটির সেনাবাহিনীর সাফল্যকে আমেরিকা এবং তার মিত্রদেশগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভেটেরানস টুডে'র ব্যাবস্থাপনা সম্পাদক জিম ডাব্লিউ ডিন। ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সিরিয় বাহিনীর অগ্রযাত্রাকে স্থবির করে দিতে আমেরিকা তার পক্ষে সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করছে। আলেপ্পোতে সিরিয়ার সেনাবাহিনী, রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহ জোটের সাফল্যকে বানচাল করার লক্ষ্যে নিজেদের করণীয় সম্পর্কে মার্কিন সরকার এখন নতুন করে চিন্তাভাবনা করছে। ডিন আরো বলেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা সিরিয়ায় তৎপর বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে লড়াইয়ে ব্যস্ত রাখতে চায়। তারা চায়, সন্ত্রাসীরা সিরিয় সেনাবাহিনীর আরো রক্ত ঝরাক। সিরিয় বাহিনীর সাফল্যকে ব্যর্থ করে দিতে ওয়াশিংটন এখন সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করবে।
ভেটেরানস সম্পাদক ডিন আরো বলেন, আলেপ্পো দখলে নেয়ার পর সিরিয়া সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য ইদলিব এবং হামায় সন্ত্রাসীদের ওপর আঘাত হানা। কিছু পশ্চিমা দেশ ইদলিবে তৎপর সন্ত্রাসীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে তাদেরকে সমর্থন দেয়ার ব্যপারে আমেরিকা এবং তার মিত্ররা সব কিছুই করবে।
সিরিয়ার পূর্ব আলেপ্পোতে দেশটির সেনাবাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা প্রত্যাখ্যান করেন ডিন। শহরটিতে ঝাঁকে ঝাঁকে বোমা ফেলা হচ্ছে এবং এটিকে 'গণকবরে' পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তাও নাকচ করে দেন বিখ্যাত কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার ডিন।#
পার্সটুডে/বাবুল আখতার/৩