সিরিয়ায় সন্ত্রাসীদের কাছে পাঠানো আমেরিকা ও তুরস্কের খাদ্য গুদাম আবিষ্কার
https://parstoday.ir/bn/news/west_asia-i28033-সিরিয়ায়_সন্ত্রাসীদের_কাছে_পাঠানো_আমেরিকা_ও_তুরস্কের_খাদ্য_গুদাম_আবিষ্কার
সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় আমেরিকা ও তুরস্কের পাঠানো বেশ কিছু খাদ্য গুদাম আবিষ্কার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের কাছে পাঠানো আমেরিকা ও তুরস্কের খাদ্য গুদাম আবিষ্কার

সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় আমেরিকা ও তুরস্কের পাঠানো বেশ কিছু খাদ্য গুদাম আবিষ্কার করেছে।

লেবাননের আল মায়েদিন টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আলেপ্পোর পুরানো এলাকা থেকে দায়েশ সন্ত্রাসীরা পিছু হটার পর সিরিয় সেনারা ওই খাদ্য গুদাম আবিষ্কার করে। তুরস্কের সীমান্ত দিয়ে ওইসব খাদ্য সন্ত্রাসীদের জন্য পাঠানো হয়েছিল।

এদিকে অন্য এক খবরে জানা গেছে, হোমস প্রদেশের গভর্নর তালাল আল বারাযি ইরানের আল আলম টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা ও এ অঞ্চলের কয়েকটি দেশের সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের আরেকটি হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। তারা ওই প্রদেশের পালমিরা এলাকা ফের দখলে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু সিরিয়ার সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদেরকে হটিয়ে দিয়েছে।#

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১২