আলেপ্পোয় জঙ্গিরা মানব ঢাল ব্যবহার করছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i28288-আলেপ্পোয়_জঙ্গিরা_মানব_ঢাল_ব্যবহার_করছে_জাতিসংঘ
সিরিয়ার আলেপ্পো নগরীতে তৎপর জঙ্গিরা বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়ে তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৮:০৮ Asia/Dhaka
  • পুনর্দখলকৃত পূর্ব আলেপ্পোর একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সিরিয় সৈন্য
    পুনর্দখলকৃত পূর্ব আলেপ্পোর একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সিরিয় সৈন্য

সিরিয়ার আলেপ্পো নগরীতে তৎপর জঙ্গিরা বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়ে তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

এই বিশ্ব সংস্থার ‘কমিশন অব ইনকোয়ারি ফর সিরিয়া’ বা সিওআই বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীগুলো বেসামরিক নাগরিকদের পূর্ব আলেপ্পো ত্যাগে বাধা দেয়ার পাশাপাশি কোথাও কোথাও নিজেরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এ কারণে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

সিওআই’র বিবৃতিতে বলা হয়েছে, তাকফিরি জঙ্গি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম ও সৌদি সমর্থিত আহরার আশ-শামের সন্ত্রাসীরাই মূলত বেসামরিক নাগরিকদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

আলেপ্পো নগরীর শতকরা ৯৯ ভাগ এলাকা সিরিয়ার সরকারি সেনারা দখল করে নেয়ার পর সেখানে তৎপর জঙ্গিরা বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ২৪ ঘন্টায় শত শত জঙ্গি তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেছে এবং অন্তত ৬,০০০ বেসামরিক নাগরিক নিরাপদ করিডর দিয়ে পূর্ব আলেপ্পো থেকে বেরিয়ে গেছে।

কিন্তু যুদ্ধবিরতির সুযোগের অপব্যবহার করে বুধবার রাতে জঙ্গিরা কিছুক্ষণের জন্য পাল্টা আক্রমণ চালাতে গেলেও সেনাবাহিনীর পাল্টা হামলায় তারা থেমে গেছে। আজ (বৃহস্পতিবার) থেকে আবার বেসামরিক নাগরিক ও জঙ্গিদের পূর্ব আলেপ্পো ত্যাগ করা শুরু হবে বলে জানা গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫