আলেপ্পোয় ইতিহাস রচিত হয়েছে: প্রেসিডেন্ট আসাদ
বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী পুরোপুরি মুক্ত হওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় আসাদ বলেন, জনগণের অবিচল ধৈর্য্য এবং সেনাবাহিনীসহ তাদের প্রতি সমর্থকদের বীরত্ব ও আত্মত্যাগের কারণে আলেপ্পোয় ‘ইতিহাস’ রচিত হয়েছে। ‘অভিনন্দন’ নামক একটি শব্দ দিয়ে আলেপ্পো মুক্তির আনন্দ ব্যক্ত করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্ট আসাদ দেড় মিনিটের ভিডিও বার্তায় আরো বলেন, “আজ সিরিয়ার প্রতিটি নাগরিক একটি ইতিহাস লিখছে। তবে এই লেখা আজ শুরু হয়নি এটি শুরু হয়েছিল ছয় বছর আগে যখন সিরিয়ার বিরুদ্ধে সংকট ও যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল।”
চলতি সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী গোটা আলেপ্পো শহরের পুনর্দখল নেয়ার পর প্রেসিডেন্ট আসাদের এ ভিডিও বার্তা প্রকাশিত হলো।
এদিকে পূর্ব আলেপ্পো থেকে আটকে পড়া বিদেশি মদদপুষ্ট জঙ্গি ও বেসামরিক নাগরিকদের পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে স্থানান্তরের কাজ চলছে। এসব জঙ্গি এতদিন সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক রেডক্রসের বাস ও অ্যাম্বুলেন্সে করে অন্তত ৩,০০০ মানুষকে আলেপ্পো থেকে সরিয়ে নেয়া হয়। রেডক্রস বলেছে, সেখানে আটকে পড়া সবাইকে সরিয়ে নিতে বেশ কয়েকদিন সময় লাগবে।
আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বেশিরভাগ এলাকা এখনো বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে। সেখানে তৎপর রয়েছে সৌদি সমর্থিত ভয়ঙ্কর উগ্র গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীরা। এই গোষ্ঠী এর আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।
পূর্ব আলেপ্পোয় আটকে পড়া ব্যক্তিদের প্রথমে নগরীর দক্ষিণ-পশ্চিমে সেনাবাহিনী নিয়ন্ত্রিত রামুসে এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেডক্রসের তত্ত্ববধানে তাদেরকে ইদলিব প্রদেশের জঙ্গি অধ্যুষিত খান তুমান ও খান আল-আসাল শহরে নিয়ে যাওয়া হচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬