ইয়েমেনের এডেনে আবারো বোমা বিস্ফোরণ: হাদিপন্থি ৪০ সেনা নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে বোমা বিস্ফোরণে দেশটির সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। আজ (রোববার) এডেনের উত্তর-পূর্বাঞ্চলের আল-আরিশ এলাকায় আল-সোলবান ঘাঁটিতে চালানো বোমা হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়।
হাদিপন্থি সেনারা তাদের মাসিক বেতন তোলার লক্ষ্যে ওই ঘাঁটিতে সমবেত হলে এক ব্যক্তি সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এবং এসব ব্যক্তির হতাহতের ঘটনা ঘটে। এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী আজকের হামলার দায়িত্ব স্বীকার করে নি।
এর আগে গত ১০ ডিসেম্বর এডেনের আরেকটি সামরিক ঘাঁটিতে একই ধরণের হামলায় হাদির অনুগত ৪৮ সেনা নিহত এবং অপর আরো ২৯ জন আহত হয়েছিল। তাকফিরি দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হাদির অনুগত বাহিনী এক বছরের বেশী সময় ধরে নিয়ন্ত্রণ করছে। তবে সেখানে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদা এবং উগ্র তাকফিরি গোষ্ঠীর নৃসংস তৎপরতা শহরটিতে আশঙ্কাজনভাবে বেড়ে গেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮