দামেস্কে তাকফিরিদের গুলিতে শান্তি-সংলাপের মধ্যস্থতাকারী নিহত
(last modified Sun, 15 Jan 2017 14:06:08 GMT )
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:০৬ Asia/Dhaka
  • দামেস্কে তাকফিরিদের গুলিতে শান্তি-সংলাপের মধ্যস্থতাকারী নিহত

সিরিয়ার সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে শান্তি বা ঐক্য-আলোচনার এক মধ্যস্থতাকারী তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সন্ত্রাসীরা গতকাল (শনিবার)  রাজধানী দামেস্ক প্রদেশের গ্রামাঞ্চলের কৌশলগত ওয়াদি বারাদা এলাকায় তাকে হত্যা করে।

আহমাদ আল গ্বাদবান নামের এই কমকর্তা গতকাল আইন আল ফিক্বেহ গ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েকজন নেতার সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিলেন। বৈঠক-শেষে ওই গ্রাম থেকে ফেরার সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এ অঞ্চলে রয়েছে বারাদা নদী ও একটি ঝর্ণা যা দামেস্ক শহরে পানি সরবরাহের উৎস। গত ডিসেম্বর(২০১৬) থেকে সরকারি সেনারা ওয়াদি বারাদ অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। সন্ত্রাসীরা এ অঞ্চলে পানি সরবরাহের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করায় দামেস্ক শহরের ৫০ লাখ অধিবাসীর জন্য পানি সরবরাহের প্রবাহ কমে গেছে। ফাতেহ আশ শাম গোষ্ঠীর সন্ত্রাসীরাসহ ওয়াদি বারাদার অন্যান্য সন্ত্রাসীরা রাজধানী দামেস্ক ও আশপাশে পানি সরবরাহের লাইনগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে বলে বাশার আসাদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

বাশার আসাদ সরকার এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমঝোতায় উপনীত হতে চাচ্ছে যাতে অস্ত্র সমর্পণে আগ্রহী সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এবং পানি সরবরাহের স্থাপনাগুলো মেরামতের কাজে সেখানে প্রকৌশলীদের নিরাপদে প্রবেশ করতে দেয়া যায়। এই লক্ষ্যে সন্ত্রাসী ও সরকার পক্ষ গতকাল (শনিবার) একটি চুক্তি স্বাক্ষর করে এবং গতকালই ওয়াদি বারাদা অঞ্চলের বাসিমেহ গ্রামে প্রবেশ করেছে সরকারি সেনারা।

আজ সিরিয় সেনারা এই গ্রামের আরও ভেতরে ঢুকে বেশ কিছু এলাকা মুক্ত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে পুনর্মিলন প্রক্রিয়ার আওতায় সিরিয়ায় শত শত সন্ত্রাসী, বিশেষ করে দামেস্ক অঞ্চলের অনেক সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে সরকারি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। #       

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৫ 

ট্যাগ