স্পেনের রাজাকে সর্বোচ্চ সৌদি সম্মাননা: যুদ্ধজাহাজ কিনছে রিয়াদ
(last modified Mon, 16 Jan 2017 03:17:45 GMT )
জানুয়ারি ১৬, ২০১৭ ০৯:১৭ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমানের সঙ্গে স্পেনের রাাজা ষষ্ঠ ফিলিপের সাক্ষাৎ
    সৌদি রাজা সালমানের সঙ্গে স্পেনের রাাজা ষষ্ঠ ফিলিপের সাক্ষাৎ

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে সর্বোচ্চ সৌদি সম্মাননা দিয়েছেন রাজা সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরব সফররত স্পেনের রাজাকে রাজধানী রিয়াদে এ সম্মাননা দেয়া হয়।

রোববার সৌদি রাজার দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন রাজা ষষ্ঠ ফিলিপ।  এরপর এক বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারে আলাপ করেন দুই রাজা।  এ সময় স্পেনের কাছ থেকে নতুন যুদ্ধজাহাজ কেনার ব্যাপারেও আলোচনা হয়।

রাজা সালমানের আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার থেকে তিনদিনের সৌদি আরব সফর শুরু করেন ফিলিপ। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যালফোনসো দাস্তিস এবং শ্রমমন্ত্রী ইনিগো সেরেনা এ সফরে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে রয়েছেন।

স্পেন ও সৌদি রাজ পরিবারের মধ্যে বহু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে সহায়তা করেছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, রাজা ষষ্ঠ ফিলিপের চলতি রিয়াদ সফরে সৌদি আরবের কাছে স্পেনের ‘অ্যাভান্তে ২২০০’ রণতরী বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। হেলি প্যাডসমৃদ্ধ এই রণতরীতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা যায়। দু’দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তির আনুমানিক মূল্য ধরা হয়েছে ২১০ কোটি ডলার।

বিশ্বের সপ্তম বৃহত্তম সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে স্পেন। অন্যদিকে বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। ইয়েমেনে দেশেটির গত প্রায় দুই বছরের সামরিক আগ্রাসনের জের ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ