মসুলে গণকবরের সন্ধান পেল ইরাকি বাহিনী
ইরাকের বাহিনী সদ্যমুক্ত মসুলের একটি অংশে গণকবরের সন্ধান পেয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাতে নিহত ২৭ বেসামরিক ইরাকির দেহাবশেষ এ থেকে উদ্ধার করা হয়েছে।
ইরাকের যৌথ অপারেশন্স কমান্ডের বিগ্রেডিয়ার জানুন আস-সাবাওই জানিয়েছেন, মসুলের দক্ষিণপশ্চিমাঞ্চলের আর-রাশিদা থেকে হতভাগ্য এ সব মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
দেহাবশেষ সঙ্গে তাদের আইডি কার্ডও পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, এ সব দেহাবশেষকে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এ সব দেহাবশেষ তাদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
মসুলকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করার জন্য অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানে ইরাকি বাহিনীর একযোগে অংশ নিচ্ছে, পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং কুর্দি পেশমার্গা বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/৩০