সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর আন্তঃসংঘর্ষে ৭০ সন্ত্রাসী নিহত
-
তাহরির আশ-শামের একদল জঙ্গি (ফাইল ছবি)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরিয়ায় দু’টি উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট তাহরির আশ-শাম ও দায়েশের শাখা জুন্দুল আকসার মধ্যে এ সংঘর্ষ হয়।
দু’টি জঙ্গি গোষ্ঠীই গত কয়েক বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দামেস্কের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।
লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার এ সংঘর্ষ শুরু হয় যা মঙ্গলবার সারাদিন চলে। সংঘর্ষের পর জুন্দুল আকসা গোষ্ঠীর কাছ থেকে ছয়টি গ্রামের দখল নিয়েছে তাহরির আশ-শাম। ইদলিবের পাশাপাশি প্রতিবেশী হামা প্রদেশেও দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, তাহরির আশ-শামের জঙ্গিদের ওপর জুন্দল আকসা এক আত্মঘাতী হামলা চালিয়ে নয় জনকে হত্যা করার পর এ সংঘর্ষ শুরু হয়। তবে জুন্দুল আকসার এক কমান্ডার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাহরির আশ-শামের জঙ্গিরা তাদের ওপর আগে হামলা করেছে।
এই দু’টি জঙ্গি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ইদলিব প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। গত বছর এদের মধ্যে স্বল্প সময়ের জন্য ঐক্য প্রতিষ্ঠিত হলেও কিছুদিনের মধ্যেই তা ভেঙে যায়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫