সিরিয়ার সব পক্ষ সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i33524-সিরিয়ার_সব_পক্ষ_সরাসরি_আলোচনায়_বসতে_রাজি_হয়েছে_জাতিসংঘ
সিরিয়ার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা প্রথমবারের মতো জেনেভায় সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরার চিফ অব স্টাফ মাইকেল কনটেন্ট শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ০৭:৩৫ Asia/Dhaka
  • দু\'পক্ষ সরাসরি আলোচনায় বসতে সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মিস্তুরা
    দু\'পক্ষ সরাসরি আলোচনায় বসতে সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মিস্তুরা

সিরিয়ার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা প্রথমবারের মতো জেনেভায় সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরার চিফ অব স্টাফ মাইকেল কনটেন্ট শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

জেনেভায় জাতিসংঘের সদরপ্তরে  সিরিয়ার সংঘর্ষে জড়িত পক্ষগুলোর মধ্যে আলোচনার দ্বিতীয় দিন শেষে শুক্রবার রাতে ওই সংবাদ সমেলনের আয়োজন করা হয়।  কনটেন্ট বলেন, সংঘর্ষরত পক্ষগুলো এক কক্ষে বসে পরস্পরের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে দেখে মিস্তুরা সন্তোষ প্রকাশ করেছেন।

এখন কাঙ্ক্ষিত বৈঠক শুরু হলে সিরিয়ার সংঘর্ষ নিয়ে আরো গভীর আলোচনা শুরু করা সম্ভব হবে বলে তিনি জানান।

কনটেন্ট আরো বলেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি একথাও বলেছে যে, সিরিয়ার সব পক্ষ সরাসরি বৈঠকে বসলে তা হবে একটি জটিল ও দীর্ঘমেয়াদি আলোচনা।  এই আলোচনা থেকে রাতারাতি কোনো ফল আশা করা ঠিক হবে না।

এর আগে সিরিয়ার সংঘর্ষরত পক্ষগুলো একাধিকবার জেনেভায় আলোচনার জন্য গেলেও কখনো পরস্পরের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেনি তারা। তখন তারা মিস্তুরার সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসেছিল। সিরিয়ার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলো সরাসরি আলোচনায় বসলে দেশটির গত ছয় বছরের সহিংসতার অবসান ঘটানো সহজ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫