আল-কায়েদার দ্বিতীয় প্রধান ড্রোন হামলায় নিহত
(last modified Tue, 28 Feb 2017 07:11:07 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১৩:১১ Asia/Dhaka
  • ড্রোন হামলায় বিধ্বস্ত আল-কায়েদা কমান্ডার আবদুল্লাহ মুহাম্মাদ রজব আবদুর রহমানের গাড়ি
    ড্রোন হামলায় বিধ্বস্ত আল-কায়েদা কমান্ডার আবদুল্লাহ মুহাম্মাদ রজব আবদুর রহমানের গাড়ি

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার শীর্ষ পর্যায়ের কমান্ডার আবদুল্লাহ মুহাম্মাদ রজব আবদুর রহমান নিহত হয়েছেন। তিনি ছিলেন আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহেরির সহকারী।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রোববার গাড়িতে করে যাওয়ার সময় মার্কিন ড্রোন হামলায় তিনি মারা যান বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা 'সাইট ইন্টেলিজেন্স গ্রুপ'। মিশরের নাগরিক আবদুল্লাহ মুহাম্মাদ রজব ছিলেন আল-কায়েদার সাবেক প্রধান উসামা বিন লাদেনের জামাই। তিনি আবু আল-খাইর আল-মাসরি নামেও পরিচিত। ১৯৯৮ সালে তিনি তাঞ্জানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনও ইদলিব প্রদেশে রোববার হামলার কথা নিশ্চিত করেছে তবে হামলার লক্ষ্যবস্তু ও ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি। এদিকে, আবদুল্লাহ মুহাম্মাদ রজব আবদুর রহমানের মতো শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনাকে আল-কায়েদার জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮

 

ট্যাগ