আলেপ্পো প্রদেশে দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে সিরিয়ার বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i33982-আলেপ্পো_প্রদেশে_দায়েশের_কাছ_থেকে_১৫টি_গ্রাম_পুনরুদ্ধার_করেছে_সিরিয়ার_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় অভিযান চালিয়ে তাকফিরি দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে। রুশ জঙ্গিবিমান সিরিয় বাহিনীর এ অভিযানে সহায়তা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০১৭ ১৭:১৫ Asia/Dhaka
  • আলেপ্পো প্রদেশে দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে সিরিয়ার বাহিনী

সিরিয়ার সরকারি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় অভিযান চালিয়ে তাকফিরি দায়েশের কাছ থেকে ১৫টি গ্রাম পুনরুদ্ধার করেছে। রুশ জঙ্গিবিমান সিরিয় বাহিনীর এ অভিযানে সহায়তা দিয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল শনিবার জানিয়েছে, দেশটির সেনাবাহিনী দায়েশের কবল থেকে গত মধ্য জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯০টি গ্রাম মুক্ত করেছে। সেনাবাহিনী আলেপ্পো প্রদেশের উত্তর-পূর্ব অংশে তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বলে জানিয়েছেন ওই সূত্রটি।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী দায়েশ নিয়ন্ত্রিত খাফসা শহরের ১৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। শহরটিতেই রয়েছে আলেপ্পোর প্রধান পানির পাম্পের কেন্দ্র।

অবজারভেটরির প্রধান রামি আব্দেল-রহামান জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৩০ হাজার ব্যক্তি বাস্তুহারা হয়েছে।বেশিরভাগ লোক কুর্দি বাহিনীর নিয়ান্ত্রিত মানবিজ শহরের দিকে পালিয়ে গেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৫