ইয়েমেনে সৌদি আরব পুরোপুরি ব্যর্থ: আনসারুল্লাহ
-
দাইফুল্লাহ আশ-শামি
ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ'র রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য দাইফুল্লাহ আশ-শামি বলেছেন, সৌদি আরব ইয়েমেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনীর প্রতিরোধের কারণে আগ্রাসীরা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নি বলে তিনি মন্তব্য করেছেন।
দাইফুল্লাহ আশ-শামি আরও বলেছেন, ইয়েমেনিদের কৌশলে আগ্রাসীরা একের পর এক বিস্মিত হতে থাকবে এবং তারা ঠিক মতো ঘুমুতে পারবে না। তিনি বলেন, ইয়েমেনে চোরাবালিতে আটকা পড়েছে সৌদি আরব। এ কারণে তারা এখন বিভিন্ন মিত্র দেশের সহযোগিতা প্রার্থনা করছে।
ইয়েমেনে আমেরিকার ঘৃণ্য তৎপরতা সম্পর্কে তিনি বলেছেন, আমেরিকা এখন নিজেকে ইয়েমেনি জনগণের বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইয়েমেনের সেনাবাহিনীর বিজয় ও অর্জনকে আমেরিকা নিজের বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
ইয়েমেনের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি ছাড়াই ২০১৫ সালের মার্চ মাস থেকে সেদেশে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব। দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালাতে থাকে। সৌদি বাহিনীর সঙ্গে আরও কয়েকটি আঞ্চলিক দেশ হামলায় অংশ নিচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত ১২ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫