মিশরের সাবেক স্বৈরশাসক মুবারক মুক্ত; বোমা বিস্ফোরণে হতাহত ৩
(last modified Fri, 24 Mar 2017 11:50:40 GMT )
মার্চ ২৪, ২০১৭ ১৭:৫০ Asia/Dhaka
  • মিশরের সাবেক স্বৈরশাসক মুবারক মুক্ত; বোমা বিস্ফোরণে হতাহত ৩

মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরেছেন। ছয় বছর ধরে বন্দী থাকার পর আজ (শুক্রবার) মুক্তি পেলেন তিনি। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মিসরের সাবেক এই স্বৈরশাসক।

মুবারকের আইনজীবী ফারিদ আদ্দিব বলেছেন, হোসনি মুবারক মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। সেখানে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সকালের খাবার খেয়েছেন। অসুস্থ থাকায় একটি সামরিক হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মুবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে ইসলামি জাগরণের সময় মুবারকের পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে অন্তত ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মুবারক। ওই বছরেরই এপ্রিলে তিনি বন্দী হন।

এর কয়েক মাস পর দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেয় তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। ফলে পুরো পরিস্থিতিই পাল্টে যায়। গ্রেপ্তার করা হয় মুরসিকে। এখন মুরসি কারাগারে থাকলেও মুক্তি পেলেন মুবারক। 

এদিকে, আজ মুবারকের মুক্তির খবর প্রকাশিত হওয়ার পর রাজধানী কায়রোর মায়াদি এলাকায় হাতে তৈরি একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এর ফলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

ট্যাগ