ইসরাইলের মোকাবেলায় ইরানই একমাত্র আশা: তিউনিশিয়ার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i35458-ইসরাইলের_মোকাবেলায়_ইরানই_একমাত্র_আশা_তিউনিশিয়ার_প্রেসিডেন্ট
তিউনিশিয়ার প্রেসিডেন্ট ব’জি কায়িদ ইসিবসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ইরানই একমাত্র আশা। তিনি গতকাল শুক্রবার ইরানের সংস্কৃতি ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরিকে দেয়া এক সাক্ষাতে এই মন্তব্য করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০১, ২০১৭ ১৭:৩৫ Asia/Dhaka
  • তিউনিশিয়ার প্রেসিডেন্ট ব’জি কায়িদ ইসিবসির সঙ্গে ইরানের সংস্কৃতি মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরির সাক্ষাৎ
    তিউনিশিয়ার প্রেসিডেন্ট ব’জি কায়িদ ইসিবসির সঙ্গে ইরানের সংস্কৃতি মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরির সাক্ষাৎ

তিউনিশিয়ার প্রেসিডেন্ট ব’জি কায়িদ ইসিবসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ইরানই একমাত্র আশা। তিনি গতকাল শুক্রবার ইরানের সংস্কৃতি ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরিকে দেয়া এক সাক্ষাতে এই মন্তব্য করেছেন। 

তিউনিশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানের প্রধান আঞ্চলিক শত্রু হল ইহুদিবাদী ইসরাইল এবং আমি আশা করছি সব মুসলিম ও আরব দেশ ইরানকে সহায়তা দেবে। 

ব’জি কায়িদ ইসিবসি আরও বলেছেন, ইসরাইলি শাসকগোষ্ঠী ও তাদের সহযোগী সরকারগুলো ইরানকে একঘরে করতে চেয়েছে, কিন্তু ইসলামী এই রাষ্ট্র খুব সাফল্যের সঙ্গেই মধ্যপ্রাচ্যের রাজনীতির খেলায় শীর্ষ স্থানে রয়েছে। 
ইরানের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য, তাই দেশটিকে এ অঞ্চলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিউনিশিয়ার প্রেসিডেন্ট ব’জি কায়িদ ইসিবসি মন্তব্য করেন।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, এ অঞ্চলে ইরানের সফল উপস্থিতি বজায় রাখতে হবে; আর তিউনিশিয়াও একটি স্বাধীন দেশ হিসেবে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অন্য দেশগুলোর মাধ্যমে প্রভাবিত হবে না। 

এই সাক্ষাতে ইরানের সংস্কৃতি ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী সালেহি আমিরি তেহরান ও তিউনিসের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় প্রক্রিয়া জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেছেন, সিরিয়া ও ইরাকের ঘটনাবলীর পর এ অঞ্চলের পরিস্থিতি পাল্টে গেছে, ইরান যদি এ অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবেলায় পদক্ষেপ না নিত তাহলে সন্ত্রাসীরা আজ বাগদাদ ও দামেস্কে হাজির হত এবং সন্ত্রাসের ভাইরাস সব দেশেই ছড়িয়ে পড়ত।  

সালেহি আমিরি সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে ইরান ও তিউনিশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সাংস্কৃতিক ধারা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।  তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলো ইরানকে সহযোগিতা করেনি, কিন্তু  তিউনিস সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তরিক দেশগুলোর অন্যতম। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১