সিরিয়ার ৪ শহর ছেড়ে যাচ্ছে জঙ্গি ও বেসামরিক নাগরিকরা
(last modified Sat, 15 Apr 2017 00:46:53 GMT )
এপ্রিল ১৫, ২০১৭ ০৬:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ার ৪ শহর ছেড়ে যাচ্ছে জঙ্গি ও বেসামরিক নাগরিকরা

সিরিয়া সরকার ও উগ্র জঙ্গিদের মধ্যে গতমাসে অনুষ্ঠিত এক চুক্তি অনুযায়ী দেশটির চারটি শহর থেকে সন্ত্রাসী ও বেসামরিক নাগরিকরা চলে যেতে শুরু করেছে। সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে প্রাণহানি এড়াতে জঙ্গিরা এভাবে আপোষে চলে যেতে রাজি হয়েছে।

ইদলিব প্রদেশের ফুয়া ও কেফরাইয়া এবং 'রিফ দিমাস্ক' প্রদেশের জাবাদানি ও মাদাইয়া শহর থেকে জঙ্গি ও বেসামরিক নাগরিকরা চলে যাচ্ছে। বুধবার ওই চার শহর খালি করার কথা থাকলেও কোনো কোনো জঙ্গি গোষ্ঠী বেঁকে বসার কারণে তা শুরু হতে দু’দিন দেরি হয়।

এতদিন ফুয়া ও কেফরাইয়া শহর দুটি অবরোধ করে রেখেছিল জঙ্গিরা। অন্যদিকে জাবাদানি ও মাদায়া শহর দুটি ঘিরে রেখেছিল সিরিয়ার সেনাবাহিনী।

গতমাসের শেষের দিকে ফুয়া ও কেফরাইয়া শহর থেকে ১৬,০০০ বেসামরিক নাগরিককে বেরিয়ে আসার সুযোগ দিতে রাজি হয় জঙ্গিরা। এর বিনিময়ে জাবাদানি ও মাদায়া শহর দুটি থেকে জঙ্গি ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে সম্মত হয় সিরিয়ার সেনাবাহিনী।

ফুয়া ও কেফরাইয়া শহরের বেসামরিক নাগরিকরা আলেপ্পোর শহরতলি, লাতাকিয়া প্রদেশ ও দামেস্কে সরে যেতে রাজি হয়েছে। অন্যদিকে সশস্ত্র জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা যাবে ইদিলব শহরে।

সিরিয়ার আল-মায়াদিন টিভি চ্যানেল খবর দিয়েছে, ফুয়া ও কেফরাইয়া শহর থেকে বাসে করে বেসামরিক নাগরিকরা এরইমধ্যে আলেপ্পোর শহরতলিতে পৌঁছেছে। লন্ডনভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দেশটির কয়েকটি শহর থেকে জঙ্গি ও বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫

ট্যাগ