ইরাকের মসুলে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i36300-ইরাকের_মসুলে_রাসায়নিক_হামলা_চালিয়েছে_দায়েশ
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে রাসায়নিক হামলা চালিয়েছে। এর ফলে বেশ কয়েকজন ইরাকি পুলিশ মারাত্মক আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০১৭ ০৭:৪৪ Asia/Dhaka
  • মসুলের পুনরুদ্ধার হওয়া অংশে অবস্থান সংহত করেছে ইরাকি সেনাবাহিনী
    মসুলের পুনরুদ্ধার হওয়া অংশে অবস্থান সংহত করেছে ইরাকি সেনাবাহিনী

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে রাসায়নিক হামলা চালিয়েছে। এর ফলে বেশ কয়েকজন ইরাকি পুলিশ মারাত্মক আহত হয়েছেন।

শনিবার সেনাবাহিনীর হাতে পুনরুদ্ধার হওয়া পশ্চিম মসুলে এ হামলা চালায় দায়েশ জঙ্গিরা। এখনো দায়েশের নিয়ন্ত্রণে থাকা পূর্ব মসুল থেকে রাসায়নিক অস্ত্র সমৃদ্ধ রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। এতে সাত পুলিশ আহত হয় যাদেরকে শ্বাসপ্রশ্বাসের কষ্টসহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় ১০০ দিনের তুমুল সংঘর্ষের পর গত জানুয়ারি মাসে দায়েশের হাত থেকে মসুল শহরের পূর্ব অংশ পুনরুদ্ধার করে ইরাকের সেনাবাহিনী। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম মসুল পুনর্দখলের অভিযান শুরু হয়।

ইরাকের সেনাবাহিনী, জনপ্রিয় পপ্যুলার মবিলাইজেশন ইউনিট ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ২০১৬ সালের অক্টোবর মাসে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

২০১৪ সালে আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরাকের উত্তর ও পশ্চিমাংশের বিশাল এলাকা দখল করে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ।  তাদের নেতা আবু বকর আল-বাগদাদি পূর্ব মসুলের আন-নুর মসজিদ থেকে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন।  বর্তমানে ইরাকি সেনাবাহিনী ওই মসজিদের কাছাকাছি রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬