ইসরাইল দখলদার শক্তি: ইউনেস্কো
(last modified Wed, 03 May 2017 13:53:46 GMT )
মে ০৩, ২০১৭ ১৯:৫৩ Asia/Dhaka
  • ইসরাইল দখলদার শক্তি: ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ইহুদিবাদী ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে দখলদার শক্তি হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকে গত মঙ্গলবার একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটির ভিত্তিতে ওই বিবৃতি দিয়েছে সংস্থাটি। ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি স্থাপনসহ বিভিন্ন তৎপরতার নিন্দা জানানো হয়েছে। ইউনেস্কো বলেছে, জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংস করছে ইসরাইল। তারা পূর্ব বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে খনন কাজসহ ঐতিহ্য ধ্বংসকারী সব তৎপরতা বন্ধ করতে বলেছে।

মঙ্গলবার নির্বাহী পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। সেখানে ভোটাভুটিতে ২২টি দেশের সমর্থন পেয়ে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, জার্মানি ও ইতালিসহ মোট ১০টি দেশ। ইউনেস্কোর প্রস্তাবে আরও বলা হয়েছে, তিনটি ধর্মের মানুষের কাছে পবিত্র শহর হিসেবে পরিচিত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের মর্যাদা ক্ষুণ্ণ করছে ইসরাইল। একই সঙ্গে গাজা উপত্যকায় অবরোধ আরোপের কঠোর নিন্দা জানানো হয়।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে এ প্রস্তাব পাসকে আন্তর্জাতিক আইনের জয় বলে মনে করছেন ফিলিস্তিনি নেতারা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেছেন, ‘এর মধ্যদিয়ে ইসরাইলের অন্যায়, দখলদারি এবং অবৈধ নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষ অবস্থান নিয়েছে বিশ্ব। আমরা আন্তর্জাতিক আইনের আলোকেই ইসরাইলি দখলদারিত্ব মোকাবেলা করব।’ অন্যদিকে এ প্রস্তাবের সমালোচনা করেছে দখলদার ইসরাইল। তারা বলেছে, এ প্রস্তাব তাদের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

 

ট্যাগ